ফের সমালোচনার মুখে অনির্বাণ মধুরিমার রিসেপশন, দম্পতিকে তুমুল আক্রমণ নেটিজেনদের
বিয়ের মঞ্চে দাঁড়িয়ে নববিহাহিতা মধুরিমা বলছেন ২৬ তারিখ শুভ নয়। কারণ হিসেবে দেখিয়েছেন যে এই ২৬ এই সুনামি হয়, ২৬ এই মুম্বাই অ্যাটাক হয়, এই ২৬ এই তাঁর জন্মদিন আবার এই ২৬ এই নাকি বিয়ে করলেন। ২৬ নিয়ে ছোট্ট করে সমালোচনা করে নিলেন বিয়ের মঞ্চে দাঁড়িয়ে থাকা অনির্বাণ স্ত্রী মধুরিমা। স্মরণশক্তি যে বেশ প্রখর তা বোঝাই যাচ্ছে।
অনির্বাণের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র অনেক কাঁটাছেঁড়া হয়েছে। কেউ কেউ কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন এই দম্পতিকে, কেউ কেউ উচিত কথা প্রকাশে গঞ্জনা শুনেছেন। ‘congratulation’ এই শব্দটি যেমন আঁকড়ে ধরেছে এই দম্পতির বিয়ের ছবি ঘিরে, ঠিক উল্টো পিঠে বহু সমালোচনায় সমাদৃত হয়েছেন এই অনির্বাণ-মধুরিমা। অনির্বাণের কথায় আইনি বিয়ে সেরেছেন তিনি, অথচ নিয়ম করে অগ্রহায়ণ মাস বেছে নিলেন, বিয়েতে সিঁদুরদান এর নিয়ম রক্ষা করলেন এমনকি মাল্যদানও করলেন, অথচ কোথাও গিয়ে হিন্দু সংস্কৃতির ব্যঙ্গ করলেন এই অভিনেতা- এমনটাই মনে করছেন প্রায় ৬০ শতাংশ নেট জনতা। যারা ভেকধারী ও হিন্দু ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান নেই তাঁরা ‘অভিনন্দন’ এর জোয়ারে গা ভাসিয়েছেন- এমনটাও মনে করছেন ওই ৬০ শতাংশ মানুষ।
ফিরে আসি ‘রিসেপশন’ বা বৌ ভাত প্রসঙ্গে। সেদিন অনির্বাণ-মধুরিমা সেজেছিলেন অন্যরকম সাজে। অনির্বাণের পরনে ছিল সাদা পাঞ্জাবী ও নীল উত্তরীয়। একদম কুল ‘yo yo’ লুক।
মধুরিমা সেজেছেন কালো ঢাকাই ও হলুদ ভ্লাউজে। কানে গলায় অক্সিডাইজ গয়না। কপালে সিঁদুর এর বিন্দু বিসর্গ নেই। হাতে শাঁখা পলা নেই। বয়েস কাট চুলের ডানদিকে একটা ফুল উঁকি দিচ্ছে। ঠোঁটে ছাই ছাই রঙের লিপস্টিক। ওহ হাতে তাঁর সানগ্লাস ছিল, যেটা তিনি চোখে দিয়ে অনির্বাণের সঙ্গে ‘yo yo’ পোজ দিয়েছিলেন। এমনকি মাঙ্গলিক চিহ্নের পাশে দাঁড়িয়ে ‘yo yo’ পোজে ছবি তুলেছেন প্রতিভাবান সুপুরুষ অনির্বাণ এবং পদ্মশ্রী প্রাপ্ত পিতার কন্যা মধুরিমা।
অনির্বাণ-মধুরিমার অতি সাধারণ সামাজিক বিয়েতে উপস্থিত ছিলেন বেশ কিছু তারকা। ছিলেন সস্ত্রীক সৃজিত, গায়ক অনুপম, টেলি অভিনেত্রী সোহিনী, বিদিপ্তা, কাঞ্চন মল্লিক সহ কয়েকজন।