whatsapp channel

স্বাধীনতায় সাহায্য নয়, ভারত দখল ছিল হিটলারের লক্ষ্য! ‘স্বস্তিক সংকেত’ রহস্য ভেদ করবেন নুসরত

সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal) পরিচালিত ফিল্ম ‘স্বস্তিক সংকেত’ নিয়ে প্রথম থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে ছিল। কারণ এই ফিল্মের কাহিনী চমকপ্রদ। নেতাজী (Netaji Subhashchandra Bose)-এর সঙ্গে হিটলার (Adlof Hitler)-এর সাক্ষাৎ-এর প্রেক্ষাপটকে মিলিয়ে দেওয়া হয়েছে আধুনিক সময়ের সাথে। জন্ম নিয়েছে রহস্যময় ‘স্বস্তিক সংকেত’। এর আগে প্রকাশিত হয়েছিল ‘স্বস্তিক সংকেত’-এর ফার্স্ট লুক। নতুন বছরের প্রথম দিনে ভাইরাল হল ফিল্মের ট্রেলার।

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal) পরিচালিত ফিল্ম ‘স্বস্তিক সংকেত’ নিয়ে প্রথম থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে ছিল। কারণ এই ফিল্মের কাহিনী চমকপ্রদ। নেতাজী (Netaji Subhashchandra Bose)-এর সঙ্গে হিটলার (Adlof Hitler)-এর সাক্ষাৎ-এর প্রেক্ষাপটকে মিলিয়ে দেওয়া হয়েছে আধুনিক সময়ের সাথে। জন্ম নিয়েছে রহস্যময় ‘স্বস্তিক সংকেত’। এর আগে প্রকাশিত হয়েছিল ‘স্বস্তিক সংকেত’-এর ফার্স্ট লুক। নতুন বছরের প্রথম দিনে ভাইরাল হল ফিল্মের ট্রেলার।

Advertisements

Advertisements

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘স্বস্তিক সংকেত’। সেই সময় হিটলারের রণকৌশলে স্থান পেয়েছিল বায়োলজিক্যাল উইপনও। শোনা যায়, এই ধরনের উইপন আবিষ্কার করতে তাঁকে সাহায্য করতেন নাৎসি নেতা ডঃ হিমলার (Himler)। এভাবেই আবিষ্কৃত হয় একটি নভেল ভাইরাস যার অপব্যবহার শুরু করে নাৎসি বাহিনী। কিন্তু আবিষ্কর্তা বিজ্ঞানী লুকিয়ে ফেলে সেই ভাইরাসের অ্যান্টি ডটের ফর্মুলা।

Advertisements

Advertisements

কাহিনী এরপর ফিরে আসে বর্তমান সময়ের টাইমলাইনে। স্ক্রিপ্টোগ্রাফির উপরে একটি বই লেখে রুদ্রাণী। বইয়ের প্রকাশকের আমন্ত্রণে সে পাড়ি দেয় লন্ডন। তার স্বামী প্রিয়ম পেশায় আইটি কর্মী। সে লন্ডন প্রবাসী। প্রিয়ম ও রুদ্রাণীর সুখের জীবনে সিগমন্ড শুমেখার নামে এক ব্যক্তি। সে স্ক্রিপ্টোগ্রাফিক কোড-এর সমাধানে রুদ্রাণীর সাহায্য চাইলে রুদ্রাণী ও প্রিয়ম নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে এক আন্তর্জাতিক চক্রান্তের কঠিন জালে। রুদ্রাণীর হাত থেকে ভাইরাসের ফর্মুলা বেহাত হয়ে গিয়ে আবারও শুরু হয় তার অপব্যবহার। চল্লিশের দশকে আবিষ্কৃত সেই ভাইরাসের আতঙ্ক আবার ছড়িয়ে পড়ে। খোঁজ শুরু হয় অ্যান্টিডটের। আবির্ভাব হয় সুভাষ চ্যাটার্জীর যার বাবার হাত ধরে তৈরি হয় নেতাজীর অতীতের সঙ্গে যোগসূত্র। ‘স্বস্তিক সংকেত’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের 21 শে জানুয়ারি।

রুদ্রাণীর চরিত্রে অভিনয় করছেন নুসরত জাহান (Nusrat Jahan) ও প্রিয়মের চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty)। সিগমন্ড শুমেখারের চরিত্রে রয়েছেন শতাফ ফিগার (Shataf Figure)। শতাফের লুক বরাবরের মতোই সল্ট অ্যান্ড পেপার। জার্মান এই চরিত্রের বাবা ভারতীয়, মা জার্মান। ফিল্মে সুভাষ চ্যাটার্জী ও তাঁর ছেলের চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। দ্বৈত চরিত্রে অভিনয়ের কারণে রুদ্রনীলের ক্ষেত্রে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করা হয়েছে। নেতাজীর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)-র লুকেও ব্যবহার করা হয়েছে প্রস্থেটিক মেকআপ। প্রস্থেটিক মেকআপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুন্ডু (Somnath Kundu)। নুসরতের লুক ডিগ্ল‍্যাম করা হয়েছে।

দেবারতি মুখোপাধ্যায় (Debarati Mukherjee)-র লেখা উপন্যাস ‘নরক সংকেত’ অবলম্বনে তৈরি এই ফিল্মের স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন সৌগত বসু (Sougata Basu)। ‘স্বস্তিক সংকেত’-এর আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন রাজা নারায়ণ দেব (Raja Narayan Deb)। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্যাভি (Syavi)।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media