Hoop News

Bank Holiday: সেপ্টেম্বরে অনেকগুলো দিনই বন্ধ ব্যাঙ্ক! মাথায় রাখুন এই ছুটির তালিকা, নাহলেই চরম ভোগান্তি

আজ থেকে শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে কিন্তু একাধিক দিন বন্ধ থাকছে ব্যাংক (Bank Holiday)। আগে থেকে যদি ছুটির দিনের তালিকাটা একবার দেখে নিতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে। আপনি যদি আগে থেকে এই ব্যাংকের ছুটির তালিকাটা একবার জেনে নেন, তাহলে ব্যাংকের গ্রাহক হিসাবে আপনার অনেকটাই সুবিধা হবে, নিয়ম অনুযায়ী মানুষের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার প্রতি রবিবার ব্যাংক বন্ধ থাকে।

এছাড়াও বিভিন্ন উৎসব পূজা পার্বণে ব্যাংক বন্ধ থাকে, তবে কিছু জাতীয় ছুটিতে ও ব্যাংক বন্ধ করা হয় এই রাজ্য বা শহর অনুযায়ী ব্যাংক ছুটির তালিকা ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ছুটির তালিকা ও প্রকাশ করা হয়েছে। এবার সেপ্টেম্বর মাসে কোথায় কবে ব্যাংক বন্ধ থাকবে, তাই আর দেরি না করে চটপট দেখে নিন।

চলুন একবার দেখে নেওয়া যাক ছুটির তালিকা (Bank Holiday)

সেপ্টেম্বর 1: রবিবার

সেপ্টেম্বর 4 (বুধবার): শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি উপলক্ষ্যে আসামে ব্যাঙ্ক বন্ধ।

সেপ্টেম্বর 7 (শনিবার): গণেশ চতুর্থী/সংবৎসরি (চতুর্থী পক্ষ)/ভারসিদ্ধি বিনায়ক ব্রত/বিনায়ক চতুর্থী উপলক্ষ্যে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ – অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ – তেলেঙ্গানা এবং গোয়ায় ব্যাঙ্ক বন্ধ৷

সেপ্টেম্বর 8 : রবিবার

সেপ্টেম্বর 14 (দ্বিতীয় শনিবার): কর্ম পূজা/প্রথম ওনাম উপলক্ষ্যে এবং দ্বিতীয় শনিবারের কারণে সমস্ত ব্যাঙ্ক বন্ধ৷

সেপ্টেম্বর 15 : রবিবার

সেপ্টেম্বর 16 (সোমবার): মিলাদ-উন-নবী বা ইদ-ই মিলাদ (নবী মোহাম্মদের জন্মদিন) উপলক্ষ্যে গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ – অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ – তেলেঙ্গানা, মণিপুর, জম্মু, কেরালা, উত্তর প্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

সেপ্টেম্বর 17 (মঙ্গলবার): ইন্দ্রযাত্রা/ইদ-ই-মিলাদ (মিলাদ-উন-নবী) উপলক্ষ্যে সিকিম ও ছত্তিশগড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর 18 (বুধবার): পাং-লাবসোল উপলক্ষ্যে আসামে ব্যাঙ্ক বন্ধ।

সেপ্টেম্বর 20 (শুক্রবার): ঈদ-ই-মিলাদ-উল-নবীর পরের শুক্রবার উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর 21 (শনিবার) : শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষ্যে কেরালায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর 22: রবিবার এমনিই বন্ধ থাকে।

সেপ্টেম্বর 23 (সোমবার): মহারাজা হরি সিং জির জন্মদিন উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর 28 : চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর 29 : রবিবার থাকবে।

Related Articles