প্রথম স্থানে অপ্রতিরোধ্য ‘মিঠাই’, দ্বিতীয় স্থানে এগিয়ে এল ‘খড়কুটো’, রইলো টিআরপি তালিকা
উচ্ছে বাবুর লটপট নিয়ে মিঠাই এখন ছোট পর্দার হিরোইন। কে টেক্কা দেয় মিঠাইকে? এক মাস হাতে সময় মাত্র, এর মধ্যেই বিয়ের অর্থ বুঝবে উচ্ছে বাবু নয়তো মিঠাই ঠিক করে নিয়েছে এক মাস হয়ে গেলেই বাপের বাড়ি ফিরবে। কিন্তু, তার আগে সিদ্ধার্থ মিঠাইয়ের এমন মনোহরা রসায়ন দেখে দর্শকরা কিছুতেই TRP লিস্টে দ্বিতীয় নম্বরেও রাখছে না। এদিকে অপু কিছু কম যায় না। মায়ের থেকে নাসির দরদ বেশি প্রকল্প শুরু করেছে সে। আন্টি ২ এর জন্য দারুন দরুন রান্নার ব্যাবস্থা করিয়েছে সে। এখন দেখার পালা কোন টুইস্ট আসতে চলেছে কাহিনীতে। তার আগে চলুন দেখি সপ্তাহের সেরা করা হল।
১.মিঠাই – ১২.৩
২.খড়কুটো – ৯.৩
৩.অপরাজিতা অপু – ৯.০
৪.শ্রীময়ী – ৭.৩
৫.কৃষ্ণকলি, গঙ্গারাম ও মহাপীঠ তারাপীঠ – ৭.১
৬.যমুনা ঢাকি – ৬.৯
৭.রানী রাসমণি – ৬.৫
৮.ধুলোকণা (ওপেনিং), গ্রামের রাণী বীণাপাণি ও জীবন সাথী – ৬.২
৯.দেশের মাটি – ৫.৯
১০.ফেলনা – ৫.৭
১১.কড়ি খেলা – ৫.০
১২.খেলাঘর ও এই পথ যদি না শেষ হয় – ৪.৯
১৩.রিমলি – ৪.৭
১৪.বরণ – ৪.১
১৫.তিতলি – ৩.৯
১৬.মোহর ও কি করে বলবো তোমায় – ২.৯
১৭.রাধাকৃষ্ণ – ২.৭
১৮.ধ্রুবতারা – ২.২
১৯.মঙ্গলময়ী সন্তোষী মা – ২.০
২০.সাঁঝের বাতি – ১.৯
২১.ওগো নিরুপমা – ১.৬
২২.জয় হনুমান – ১.১
রিয়্যালিটি শোগুলিও কিছু কম যায় না। অবশ্য গল্পে শুভশ্রী থাকা মানেই হিট তা সিনেমা হোক বা রিয়্যালিটি শো। দেখুন রিয়্যালিটি শোয়ের লিস্ট।
১.ড্যান্স বাংলা ড্যান্স – ৬.৫
২.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৪.৬
৩.দিদি নাম্বার ওয়ান – ৩.৭
৪.রান্নাঘর – ১.৭