বৃহস্পতিবার মানেই সপ্তাহের রেজাল্ট হাতের সামনে। দিনদিন যেভাবে ধারাবাহিকের দৌড় বাড়ছে তাতে করে প্রতি সপ্তাহেই একে অপরকে টেক্কা দিচ্ছে। তবে যে যেভাবেই স্ক্রিপ্ট নিয়ে দৌড়াক না কেন, মিঠাই তার গল্পের ঝুলি নিয়ে রেসের প্রথমেই উপস্থিত। তোর্সা ও মিঠাই দুজন হাতে হাত রেখে যেই খেলায় মেতেছে তাতে করে মোদক পরিবারকে থামানো যাচ্ছে না কোনোভাবেই। চলুন দেখে নিই এই সপ্তাহে কে কেমন রেজাল্ট করলো দর্শকদের বিচারে।
১.মিঠাই – ১১.৩
২.খুকুমণি হোম ডেলিভভারি – ৯.০
৩.উমা – ৮.৮
৪.যমুনা ঢাকি ও অপরাজিতা অপু – ৮.৭
৫.সর্বজয়া – ৮.৬
৬.খেলাঘর ও ধুলোকণা – ৭.৫
৭.শ্রীময়ী – ৭.৩
৮.মন ফাগুন – ৭.২
৯.খড়কুটো – ৭.০
১০.বরণ, কৃষ্ণকলি, রানী রাসমণি, গঙ্গারাম ও এই পথ যদি না শেষ হয় – ৬.৮
১১.কড়ি খেলা – ৬.৭
১২.আয় তবে সহচরী – ৬.৫
১৩.মহাপীঠ তারাপীঠ – ৬.১
১৪.জীবন সাথী – ৪.১
১৫.গ্রামের রাণী বীণাপাণি – ৩.৯
১৬.ফেলনা – ৩.১
১৭.মোহর – ৩.০
১৮.রাধাকৃষ্ণ – ২.৯
১৯.সাঁঝের বাতি ও সন্তোষী মা – ২.২
২০.শ্রীকৃষ্ণ ভক্ত মীরা – ২.০
২১.যোধা আকবর – ০.৭
রিয়্যালিটি শো গুলো কিছু কম যায় না। সপ্তাহ শেষে এরাও আসে দ্বিগুণ বিনোদন যোগ করতে। এখনও পর্যন্ত দাদার ছক্কায় সকলেই কুপোকাত। প্রায় প্রতিদিনই সেলিব্রিটিরা আসছেন এই শোতে। তাই দাদার পছন্দ সবার আগে। এরপরেই রয়েছে অন্যান্য শো। তবে বিশেষ ব্যাপার হল, দিদি নং ওয়ান শোয়ের টি আর পি যেমন কমে গিয়েছিল রচনার অনুপস্থিতে, সেই টি আর পি আবারও বেড়েছে। চলুন দেখে নিই রিয়্যালিটি শোয়ের টি আর পি।
১.দাদাগিরি – ৬.৭
২.ড্যান্স বাংলা ড্যান্স – ৫.৬
৩.দিদি নাম্বার ওয়ান ও সুপার সিঙ্গার – ৪.৪
৪.রান্নাঘর – ১.৪