Bengali SerialHoop Plus

TRP: নম্বর কমলো ‘মিঠাই’-এর, এগিয়ে এলো ‘ধুলোকণা’, কেমন ফল করল নতুন দুই ধারাবাহিক

টানা ছয় সপ্তাহ ধরে নিজেদের শীর্ষস্থান বজায় রাখছে গাঁটছড়া। কোনও ধারাবাহিকই গাঁটছড়ার ধারে কাছে আসতে পারছেনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন প্রোমোও। তাই বেশ কয়েক সপ্তাহে সেরার সেরা স্থান ধরে রাখতে পেরেছে গাঁটছড়া। এই সপ্তাহে টিআরপিতে গাঁটছড়াই প্রথম। এই সপ্তাহের রেটিং এর সব থেকে বড় চমক হলো ধুলোকণা। গত সপ্তাহে পিছিয়ে যাওয়া এই ধারাবাহিক উঠে এসেছে সেরা দুইয়ে। চড়ুইয়ের পর্দাফাঁস দর্শকদের মনে ধরেছে। ধুলোকণার কাছে সুস্পষ্টভাবে পরাজিত হয়েছে একদা বাংলার সেরা মিঠাই। বেশ কয়েক মাসের রেটিং-র ধারাবাহিকতা ভেঙে মিঠাই এবার অনেকখানি কমে গেল। রুদ্র এবং নীপার প্রেম নিয়ে অহেতুক গল্প বাড়ানো কে দর্শকেরা রেটিং কমার মূল কারণ হিসেবে দেখছেন। আবার অন্যদিকে আলতা ফড়িংও কিছুটা রেটিং কমে তিন নম্বর স্থানে চলে এসেছে।

এই সপ্তাহে শুরু হওয়ার নতুন দুই ধারাবাহিক ‘গৌরী এলো’ এবং ‘গুড্ডি’ দুজনেই প্রতিপক্ষকে বিশেষ কিছু চাপ দিতে পারেনি। দুই ধারাবাহিকে চূড়ান্ত হতাশাজনকভাবে নিজেদের যাত্রা শুরু করল। অন্যদিকে অনুরাগের ছোঁয়া আবারও সেরা ছয়ে স্থান করে নিয়েছে যৌথভাবে মন ফাগুনের সঙ্গে। লক্ষ্মী কাকিমা এই সপ্তাহে নেমে এসেছে সেরা সাতে। বরাবরের মতো সেরা পাঁচের পঞ্চম স্থানে দখল আয় তবে সহচরী। অন্যদিকে পিলু এবং খুকুমণি হোম ডেলিভারির রেটিং প্রায় তলানিতে। অন্যদিকে বেশ ভালোই কমেছে দাদাগিরির রেটিংও। দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি-তে কে কোথায় দাঁড়িয়ে।

১.গাঁটছড়া — ১০.৩
২. ধুলোকণা — ৯.৩
৩. আলতা ফড়িং — ৯.১
৪. মিঠাই — ৮.৬
৫. আয় তবে সহচরী — ৮.৩
৬. মন ফাগুন ও অনুরাগের ছোঁয়া — ৮.১
৭. লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও গৌরী এলো (ওপেনিং) — ৭.৯
৮. খুকুমনি হোম ডেলিভারি — ৭.৫
৯. উমা — ৭.২
১০. পিলু — ৬.৯

১১. সর্বজয়া ও আমাদের এই পথ যদি না শেষ হয়- ৬.৪
১২. গঙ্গারাম — ৫.৬
১৩. গুড্ডি (ওপেনিং) — ৫.১
১৪. কড়িখেলা — ৫.০
১৫. অপরাজিতা অপু — ৪.৮
১৬. গ্রামের রানী বীণাপানি — ৩.৭
১৭. যমুনা ঢাকি — ৩.৩
১৮. বরন — ২.৮
১৯. জয় গোপাল — ২.৬
২০. মঙ্গলময়ী সন্তোষী মা — ২.২
২১. খেলাঘর -১.৯
২২. যোধা আকবর — ১.২
২৩. জীবনসাথী – ১.১

দুপুরের ধারাবাহিক

১.খড়কুটো- ৩.৮
২.মোহর ও রাধাকৃষ্ণ- ২.২

রিয়্যালিটি শো

১. দাদাগিরি- ৬.৫
২. দিদি নাম্বার ওয়ান সানডে স্পেশাল- ৬.৩
৩. সুপার সিঙ্গার- ৫.২
৪. দিদি নাম্বার ওয়ান- ৩.৯
৫. রান্নাঘর- ১.৫

whatsapp logo