Hoop Food
বিকালের জলখাবারে গরমাগরম পিঁয়াজি বানানোর রেসিপি শিখে নিন
বৃষ্টির বিকেল মানেই মুচমুচে চপ কাটলেট হাতে নিয়ে এক কাপ কফির সঙ্গে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখা বৃষ্টিকে উপভোগ করা। করোনা আবহে অনেকেই দোকান থেকে কেনা চপ কাটলেট খেতে চাইছেন না, তারা সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন একেবারে মুচমুচে পিঁয়াজি।
উপকরণ -»
পিঁয়াজ কুচি ১ বাটি
লংকা কুচি স্বাদমতো
বেসন ৪ টেবিল চামচ
নুন স্বাদমতো
চালের গুঁড়া ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো এক চা চামচ
লংকা গুঁড়ো এক চা চামচ
জল প্রয়োজনমত
সরষের তেল তিন টেবিল চামচ
প্রনালী -»
একটি পাত্রের মধ্যে সমস্ত উপকরণকে ভাল করে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে এই মিশ্রণ থেকে হাতে করে একটু করে সাবধানে ছাড়তে হবে। ঢিমে আঁচে করতে হবে। না হলে বাইরে পুড়ে যাবে, ভিতর কাঁচা থাকবে। খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। হয়ে গেলে মুড়ি মাখার সাথে গরম গরম পরিবেশন করুন মুচমুচে পিঁয়াজি।