Hoop Life

Skin Care Tips: দুধের মতো ফর্সা হবে ত্বক বাড়িতে বানানো এই ফেসপ্যাকে

ত্বক হবে দুধের মতো ফর্সা, ফর্সা ত্বক করার সহজ টিপস জেনে নিন। ত্বক ফর্সা করার ইচ্ছা প্রত্যেকেরই থাকে, কিন্তু ঈশ্বর প্রদত্ত রংকে একেবারে বদলে ফেলা কারোর পক্ষে সম্ভব না, কিন্তু আপনি যদি খাদ্যাভ্যাস বা নিজের জীবনযাত্রাকে একটু পাল্টে ফেলতে পারেন বা বিউটি প্রোডাক্ট হিসাবে প্রাকৃতিক উপাদানের উপর ভরসা করেন তাহলে দেখবেন তত সুন্দর হয়ে যাবে।

পাঁচটি পাতিলেবুর খোসা
দুটি আলুর খোসা
১ টেবিল-চামচ কর্নফ্লাওয়ার
দুটি বড় আকারের আলু
১ টেবিল চামচ পাতিলেবুর রস
ভাত এক বাটি

প্রথমে ১ লিটার জলের মধ্যে পাতিলেবুর খোসা আলুর খোসা অন্তত কুড়ি মিনিট ধরে ফোটাতে হবে। তারপর সেই জল ছেঁকে নিতে হবে এই জলের মধ্যে আলু ভালো করে গ্রেট করে দিয়ে দিতে হবে, এবার দিতে হবে পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। এক কাপ কাঁচা দুধ দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি পাত্রে গরম করে এই মিশ্রণটি দিয়ে ভালো করে একটি চামচের সাহায্যে নাড়াতে হবে। এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। ভাল করে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে একটি কাঁচের পাত্রে রেখে দিন। এগুলি হল কোরিয়ান রূপচর্চার সিক্রেট উপাদান।

whatsapp logo