Hoop NewsHoop Trending

ভুয়ো টিআরপি দেখিয়ে পড়লেন বিপাকে, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে চার্জশিট গঠন মুম্বই পুলিশের

অর্ণব গোস্বামী (Arnab Goswami) মানেই একরাশ বিতর্ক। এবার টিআরপি কেলেঙ্কারি মামলায় রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে চার্জশিট গঠন করল মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশ সূত্রের খবর অনুযায়ী, অর্ণব ছাড়াও এআরজি আউটলিয়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের সিওও প্রিয়া মুখোপাধ্যায় (priya mukherjee), শিবা সুন্দরম (shiva sundaram) ও শিবেন্দু মুলেলকর (shivendu mulelkar)-এর বিরুদ্ধেও চার্জশিট গঠিত হয়েছে। এআরজি আউটলিয়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের আওতাধীন রয়েছে রিপাবলিক মিডিয়া। মুম্বইয়ের এক্সপ্ল‍্যানেড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে অর্ণব গোস্বামী সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে 1800 পাতার চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিশ।

টিআরপি কেলেঙ্কারির ঘটনা সামনে আসার প্রায় নয় মাস পর এই চার্জশিট গঠন করা হল। জানা গিয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি সহ একাধিক অভিযোগ রয়েছে চার্জশিটে উল্লিখিত চার অভিযুক্তের বিরুদ্ধে। এর আগে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত (partha dasgupta)- কে টিআরপি কেলেঙ্কারি মামলার ‘মাস্টারমাইন্ড’ আখ্যা দিয়ে আদালতে চার্জশিট জমা পড়েছিল। একটি নির্দিষ্ট নিউজ চ্যানেলকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে রেটিংয়ের হেরফের করেছিলেন পার্থ। মুম্বই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স এজেন্সি চার্জশিটে এখনও অবধি মোট পনেরো জনের নাম উল্লেখ করেছে।

অর্ণব বম্বে হাইকোর্টে অভিযোগ করেছিলেন, ব্যক্তিগত রোষের কারণে মুম্বই পুলিশের তৎকালীন কমিশনার পরমবীর সিং (paramveer singh) তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। চলতি বছরে বম্বে হাইকোর্ট টিআরপি কেলেঙ্কারি মামলায় তদন্তকারী সংস্থাগুলিকে নিরপেক্ষ এবং যুক্তিসঙ্গত ভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল।

Related Articles