whatsapp channel

Bijaylakshmi Chatterjee: অভিনয়ে ফিরছেন জলসার এই জনপ্রিয় নায়িকা, শুটিং শুরু খুব শীঘ্রই

স্টার জলসায় একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ সিরিয়ালটি। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), মনু মুখার্জী (Monu Mukherjee)-র মতো অভিনেতাদের পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় (Bijaylakshmi Chatterjee)। বাড়ির বৌ অলক্ষ্মীর চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর তাঁকে দেখা গিয়েছিল ‘দ্বিরাগমন’, ‘রাণু পেল লটারি’-র মতো সিরিয়ালে। আবারও একটা ছোট্ট বিরতির পর ছোট্ট পর্দায় ফিরছেন বিজয়লক্ষ্মী।

Avatar

HoopHaap Digital Media

স্টার জলসায় একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ সিরিয়ালটি। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), মনু মুখার্জী (Monu Mukherjee)-র মতো অভিনেতাদের পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় (Bijaylakshmi Chatterjee)। বাড়ির বৌ অলক্ষ্মীর চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর তাঁকে দেখা গিয়েছিল ‘দ্বিরাগমন’, ‘রাণু পেল লটারি’-র মতো সিরিয়ালে। আবারও একটা ছোট্ট বিরতির পর ছোট্ট পর্দায় ফিরছেন বিজয়লক্ষ্মী।

একটি নামী চ্যানেলের সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র হিসাবে ফিরতে চলেছেন বিজয়লক্ষ্মী। শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত চূড়ান্ত কথাবার্তা হলেও প্রোমো শুট হয়নি। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই বিজয়লক্ষ্মী প্রোমো শুট করবেন। আগামী মাস থেকে শুরু হবে সিরিয়ালের শুটিং। এই সিরিয়ালের জন্য বিজয়লক্ষ্মীর প্রস্তুতিও জোরকদমে। তবে এখনই মিডিয়ায় এই নিয়ে কিছু বলতে নারাজ বিজয়লক্ষ্মী। তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন।

‘সংসার সুখের হয় রমণীর গুণে’-র বহুদিন পর ছোট পর্দায় ফিরেছিলেন বিজয়লক্ষ্মী। তবে তিনি কখনও এক ধাঁচের চরিত্রে অভিনয় করেননি। অভিনয়ের জন্য বারবার নিজেকে ভেঙে-চুরে নতুন করে গড়েছেন। তাঁর প্রতিটি সিরিয়ালে রয়েছে নতুনত্বের ছোঁয়া।

শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বিজয়লক্ষ্মী। অভিনয় ও পড়াশোনা দুই দিকেই সমান মনোযোগী তিনি। একসময় প্রশ্ন উঠতে শুরু করেছিল, কেন তাঁকে অভিনয়ে বেশি দেখা যাচ্ছে না! ছোট পর্দায় স্বমহিমায় ফিরে এর উত্তর দিয়েছেন তিনি।

Avatar