Bengali SerialHoop Plus

সিঁথির সিঁদুর মুছে কিয়ানকে মুক্ত করল নোয়া, জমে ক্ষীর লীনার ‘দেশের মাটি’

আজকের দিনে বহু মানুষ নিজের কেরিয়ারের জন্য দেশের মাটি ছেড়ে বহু দূরে চলে আসে। তারপর সাফল্যের সফরে নেমে জীবনে অনেক কিছুই পাওয়া যায়। সুন্দর চার দেওয়াল, শহুরে চাকচিক্য আর আধুনিকতা। আর এই চাকচিক্যের মধ্যে নিজের বেড়ে ওঠাকে ভুলে যায়। কেরিয়ারের উর্ধ্বগগনে থাকে ঠিকানা হয়ে যায় অনেক অচেনা। অনেক উপরের এক চিলতে ছাদে বইতে থাকে আধুনিকতার হাওয়া।পরিযায়ীর মতো ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন আগের সেই দেশের মাটিকে আঁকড়ে বাঁচতে চায়। তখন ফিরে পেতে যায় মাটির সোঁদা গন্ধ, অতীতের সেই গেছো মাটি।

নতুন বছরে স্টার জলসার নতুন ধারাবাহিক শিকড়ের এই অমোঘ টানের কথাই বলতে শুরু হয় দেশের মাটি। এই গল্পের শুরু স্বরুপনগরে। গল্পের মূল উপজীব্য হল যৌথ পরিবারের গল্প হয়েছে, যার বেশিরভাগ সদস্যই আলাদা থাকেন। পুজো উপলক্ষ্যে স্বরূপনগরের পৈতৃক ভিটেতে একত্রিত হয়েছেন সকলে। এই পুজোর আড়ালে অতীতের এই স্মৃতির মায়া ত্যাগ করার ব্যবস্থা করতে চান অনেকেই। আবার এর মধ্যেই প্রেমে পড়েন। এই টানাপোড়েন নিয়ে শুরু হয় দেশের মাটি ধারাবাহিক।

দেশের মাটি’তে বিদেশ ফেরত যুবকের চরিত্রে অভিনয় করছেন কিয়ান ওরফে দিব্যজ্যোতি দত্ত তাঁর বিপরীতে দেখা যাবে স্বরুপনগরের প্রাণচঞ্চল এক যুবতীর চরিত্রে দেখা যাচ্ছে নোয়া ওরফে শ্রুতি দাস। বহুদিন পর পাশ্বচরিত্রে কামব্যাক করলেন রাহুল। পার্শ্বচরিত্র হলেও খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও ধারাবাহিকে রয়েছেন ভরত কল, তথাগত মুখোপাধ্যায়, ঋতা দত্ত চক্রবর্তী, রুকমা রায়। এই গল্পের নায়ক নায়িকা কিয়ান আর নোয়া। নোয়া ছোট থেকেই কিয়ানকে ভালোবাসলে মুখে বলেনি। বহু বছর পর কিয়ানকে দেখে খুশিতে আত্মহারা। অন্যদিকে কিয়ানাও নোয়ার ব্যবহারে ভালো লেগে যায়।

এর মধ্যে গল্পে আসে ট্যুইস্ট। পাড়ার মস্তানের নজরে নোয়া। পুজোর পর মেলায় নোয়াকে তুলে নিয়ে যায়। তাদের হাত থেকে নোয়াকে রক্ষা করতে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে মুখোপাধ্যায় পরিবারের ছেলে কিয়ান। এই নিয়ে পরিবারের মধ্যে চলছে তোলপাড় কাণ্ড। এদিকে কিয়ান-নোয়া একে অপরকে ভালবেসে ফেলেছে। কিন্তু দুই পরিবারের জটিলতা কী করে সামলাবেন তাঁরা, অন্যদিকে কিয়ানের সাথে তাঁর বান্ধবীর বিয়ে ঠিক হয়ে রয়েছে। এসবের মধ্যে নোয়া নিজের মাথার সিদুঁর তুলে দিয়েছে কাঁদতে কাঁদতে। তাহলে কি নোয়া কিয়ানের মিল হবে নাকি এখানেই বিচ্ছেদ। তার জন্য দেখতে হবে দেশের মাটি ধারাবাহিক।

Related Articles