Advertisements

এটা সৌমিতৃষার ‘ডেস্টিনি’: দেব

Avatar

Nilanjana Pande

Follow

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী 22 শে ডিসেম্বর ক্রিসমাসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব (Dev) ও সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) অভিনীত ফিল্ম ‘প্রধান’। অতনু রায়চৌধুরী (Atanu Roychowdhury)-র প্রযোজনায় তৈরি এই ফিল্মটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন (Abhijit Sen)। ‘প্রধান’-এর অধিকাংশ শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। এটি সৌমিতৃষার ডেবিউ ফিল্ম। পাহাড়ি গ্রাম ধর্মপুরের প্রেক্ষাপটে তৈরি ‘প্রধান’-এর কাহিনী মূলতঃ দুষ্টের দমন, শিষ্টের পালন। ফিল্মে পুলিশ অফিসার দীপক প্রধানের চরিত্রে অভিনয় করছেন দেব। তাঁর স্ত্রী রুমির চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে।

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতা শঙ্কর (Mamata Shankar), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-রা। ইতিমধ্যেই শহরের বুকে সাউথ সিটি মলে ‘প্রধান’-এর মিউজিক লঞ্চে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্দায় রাজনৈতিক নেতার কুকর্মের বিরুদ্ধে দীপক প্রধান লড়াই করলেও বাস্তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অভিনেতা ও ঘাটালের সাংসদের মতে, এটি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। তাঁর মতে, একটি রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য চলছে এই চক্রান্ত। সহ-অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ সৌমিতৃষা। তবে দেব মনে করেন, পর্দার রুমি নিজেও একজন দারুণ অভিনেত্রী।

একসময় দেব ভেবেছিলেন, টেলিভিশনে অ্যাকটিভ অভিনেতা-অভিনেত্রীদের তিনি ফিল্মে সুযোগ দিলেও বড় চরিত্রে কাস্ট করবেন না। কারণ ধারাবাহিকের ডেট নিয়ে তৈরি হয় সমস্যা। কিন্তু ‘মিঠাই’ শেষ হওয়ার পর দেবের কাছে খবর আসে এটি অফ এয়ার হওয়ার। ফলে অনায়াসেই রুমির চরিত্রে সৌমিতৃষাকে কাস্ট করে নেন তিনি। তবে দেব মনে করেন, এটি সৌমিতৃষার ডেস্টিনি ছিল। কিন্তু বর্তমান সময়ে অন্য প্রযোজকদের তুলনায় দেবের চিন্তাধারা অন্যরকম। তিনি মনে করেন, নতুন প্রতিভাকে লঞ্চ করতে পারাও একটা টার্গেট।

প্রযোজক হিসাবে এখানেই তাঁর সফলতা। পাশাপাশি কাস্টিং-ও অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে। তবে কন্টেন্টকেই মূলতঃ প্রাধান্য দেন দেব। তাঁর কাছে প্রত্যেকটি ফিল্মের সফলতা বহন করে নতুন চ্যালেঞ্জ।

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow