Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/01/PicsArt_01-16-08.42.11_6744-scaled-1440x1440.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/01/PicsArt_01-16-08.42.11_6744-scaled-1440x1440.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/01/PicsArt_01-16-08.42.11_6744-scaled-1440x1440.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592
Hoop PlusTollywood

পুরস্কারের মঞ্চে রানীমা দিতিপ্রিয়াকে কঠিন পরামর্শ দিলেন বুম্বাদা

‘করুণাময়ী রানী রাসমণি’ করে দিতিপ্রিয়া শুধু সুপরিচিত মুখ নন, একজন জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রীতে পরিণত হয়েছেন। পর্দার রানিমাকে দেখলে কে বলবে এই মেয়ে সবে মাত্র উচ্চ মাধ্যমিক দিল। এই বয়সে এসে এমন পাকা অভিনয় দেখিয়ে মন জয় করে নিলেন বুম্বাদার। টিআরপি’র নিরিখে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিক প্রথম থেকে পাঁচের মধ্যেই থাকে। রানিমার এমন সাবলীল অভিনয় দেখে দর্শকরা সন্তুষ্ট।

এই ধারাবাহিক ছাড়াও দিতিপ্রিয়াকে বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে, কিন্তু রানিমা হয়ে তিনি তাঁর অভিনয়ের দক্ষতা প্রমাণ করতে পেরেছেন। এতো মুখের মধ্যে দিতিপ্রিয়াকেই পছন্দ ছিল প্রযোজক সংস্থার। সেইমত নিজের জায়গা বানিয়েও নিয়েছেন তিনি। পর্দার রানিমাকে দেখলে বোঝার উপায় নেই যে এই মেয়ে কৈশোর থেকে যৌবনের পথে ধাবমান। পর্দায় যেভাবে সংসার সামলাচ্ছেন তা দেখে মুগ্ধ খোদ বুম্বাদাও।

দিতিপ্রিয়াকে সামনে পেয়েই প্রসেনজিতের প্রথম প্রশ্ন ছিল, এত বছর ধরে কী ভাবে একই চরিত্রের বিভিন্ন বয়সে অভিনয় করছেন টিনেজের কোটা পার না করা দিতিপ্রিয়া? তখনই দিতিপ্রিয়া জানান যে ক্লাস টেনে পড়তে পড়তেই রাসমণির পথ চলা শুরু। তখনও তাঁর বোর্ডের পরীক্ষা চলছিল, কয়েক মাসের জন্য নাকি তাঁকে নেওয়া হয়েছিল এই ধারাবাহিকের জন্য, কিন্তু দর্শকদের চাহিদায় এখনও বহাল তবিয়তে অভিনয় করে যাওয়ার সব গল্প শেয়ার করলেন দিতিপ্রিয়া।

পর্দার রানিমা চরিত্র দেখে প্রসেনঞ্জিৎ নিজেও মুগ্ধ, তাই দিতিপ্রিয়াকে দেখেই পরামর্শ দিলেন তিনি। বুম্বাদার কথায় নিজের অভিনয় শক্তি সবটাই ধারাবাহিকে খরচ না করে সেলুলয়েডের জন্য জমিয়ে রাখতে। বুম্বাদার বিশ্বাস, অনেক দূর এগোবেন দিতিপ্রিয়া। উল্লেখ্য, KIFF-এ প্রতিযোগিতামূলক বিভাগে অর্জুন-দিতিপ্রিয়ার ‘অভিযাত্রিক’ ছবিটির স্ক্রিনিং হল আজ। ‘অপুর সংসার’-এর ৬০ বছর পূর্তিতে পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে অভিযাত্রিক। এছাড়াও এদিন সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় দিতিপ্রিয়ার হাতে তুলে দেন ‘বছরের বেস্ট’ পুরস্কারও।

Related Articles