এখন শুধু একটাই খবর মানুষকে তাড়া করে যাচ্ছে, সেটা হল করোনা। এই ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে মানুষ শঙ্কিত ও সন্ত্রস্ত। একের পর এক মানুষ করোনার কবলে বলীয়ান। চলছে সতর্কতামূলক প্রচার, যেখানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং দূরত্ব বিধি মেনে চলা আবশ্যক। কিন্তু, ২৫ সে ডিসেম্বর ও ৩১ শে ডিসেম্বর যেইভাবে নিয়ম ভঙ্গ হয়েছে তাতে করে দৈনিক সংক্রমণের হাড় বেড়েছে। এখনও পর্যন্ত বাংলা মহারাষ্ট্রকে টেক্কা দিচ্ছে সংক্রমণের দিক থেকে। বিশেষ করে এই বাংলায় সংক্রমণের হার বেড়েছে ৪ গুণের বেশি বাড়লো মৃত্যু সংখ্যা।
এবারে আসি চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে। আগামী ৭ ই জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। এবারে তা স্থগিত রাখা হল। পরিবেশ স্বাভাবিক হলে শুরু হবে এই উৎসব। প্রসঙ্গত, রাজ চক্রবর্তী হলেন এই কমিটির প্রধান, বর্তমানে তিনিই ফের করোনা আক্রান্ত হয়েছেন। ২০২০ তে তিনি প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন। এমনকি তার পিতা প্রয়াত হন এই করোনার জন্যেই।
সদ্য পক্স থেকে সেরে উঠছিলেন রাজ চক্রবর্তী, এরই মধ্যে স্বামী স্ত্রী মিলে করোনা পজিটিভের শিকার হন। দুজনেই রয়েছেন আলাদা ঘরে নিভৃতবাসে। ছেলে ইউভান রয়েছে আলাদা ঘরে। এমনকি রাজের বৃদ্ধা মা আলাদা রয়েছেন।
এই ছেলে প্রসঙ্গে রাজ বলেন, ‘‘ইউভান খুবই লক্ষ্মী ছেলে। জন্মের পর থেকে সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছে। এখনও তাই। কিন্তু বড্ড ছোট তো! ছেলেকে দেখতে পাচ্ছি না বলে খুবই মনখারাপ করছে।’’ এই একই কথা বলেছেন শুভশ্রী নিজেও। ছেলেকে দ্বিতীয় বারের জন্য মিস করছেন শুভশ্রী। তবে একরত্তি ছেলে কোনরকম বায়না না করেই সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে।