Hoop News

Weather: মিলবে গরম থেকে স্বস্তি, এল নিনোর দাপট পরিবর্তিত হচ্ছে লা নিনায়

চলতি বছর গ্রীষ্মকালে (Heat) এমন গরমের মুখে পড়েছিল রাজ‍্যবাসী যা বিগত বেশ কয়েক বছরেও দেখা যায়নি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি। কোনো কোনো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছিল ৪৫ ডিগ্রি পর্যন্ত। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক রাজ‍্যেই তাপমাত্রার পরিস্থিতি হয়ে উঠেছিল ভয়াবহ। কিন্তু কেন ঘটল এমন ঘটনা?

এমন গরমের কারণ কী?

জানা যাচ্ছে, এ বছর এমন মাত্রাতিরিক্ত গরমের নেপথ‍্যে রয়েছে এল নিনো। উল্লেখ‍্য, গত বছর থেকেই বিশ্বের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে এল নিনোর তাণ্ডব। প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলস্রোতের জেরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে। আর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তেই প্রভাব পড়েছে জলবায়ুর উপরে। ঋতুচক্র হয়ে গিয়েছে ওলটপালট। প্রতিটি ঋতুর উপরেই পড়েছে প্রভাব। বিশেষ করে বিশ্বের উষ্ণতা বেড়ে চলেছে ক্রমাগত।

এল নিনো থেকে লা নিনায় পরিবর্তন

তবে এবার আসতে চলেছে স্বস্তির খবর। কারণ জানা যাচ্ছে, এল নিনো থেকে এবার লা নিনায় পরিবর্তন হতে চলেছে। এমনি পূর্বাভাস দিয়েছে ভারতের ন‍্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। আভাস পাওয়া যাচ্ছে, পূর্ব প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা এল নিনো থেকে লা নিনায় পরিবর্তিত হতে চলেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ‍্যেই এল নিনো প্রায় ৭০-৯০ শতাংশ লা নিনায় পরিণত হতে পারে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লা নিনার ৫০-৭০ শতাংশ প্রভাব থাকবে।

কী প্রভাব পড়বে ভারতে

জানা যাচ্ছে, এর ফলে ভারতের দক্ষিণ উপদ্বীপ, মধ‍্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিক বৃষ্টি হবে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন‍্যান‍্য এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্ঠি হতে পারে, যার ফলে বন‍্যা, ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে।

Related Articles