কনুইয়ের কালো দাগ দূর করার সহজ টিপস
আমরা অনেকেই কনুইয়ের কালো দাগ নিয়ে সমস্যায় ভুগি। অনেক ক্রিম ব্যবহার করা সত্ত্বেও কোনো কাজ হয়না। কনুই এর কালো দাগ সৌন্দর্য্যে অনেকটা বাঁধা সৃষ্টি করে। ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজে কনুইয়ের কালো দাগ দূর করতে পারবেন।
এক চামচ বেকিং সোডা, এক চামচ লেবুর রস ভাল করে মিশিয়ে নিন কনুইয়ে লাগিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দিন। এরকম প্রতিদিন দুইবেলা করুন।
দুই চামচ লেবুর রস, এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে কনুইয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিন। এক চামচ টমেটোর রস, এক চামচ নুন ভাল করে মিশিয়ে নিয়ে কনুইয়ে ঘষে ঘষে লাগান।
এক চামচ লেবুর রস, এক চামচ বেকিং সোডা, এক চামচ চালের গুঁড়ো, এক চিমটি হলুদ ভাল করে মিশিয়ে নিয়ে কনুইয়ে ঘষে ঘষে লাগিয়ে নিন।
উপরের এই ঘরোয়া উপাদান গুলি নিয়মিত ব্যবহার করলে মাত্র ৭ দিনের মধ্যেই উপকার পাবেন। তবে এগুলি ব্যবহার করার পর কোন ময়েশ্চারাইজার বা ক্রিম অবশ্যই লাগিয়ে নেবেন।