Evening Sweet Recipe: পাউরুটি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন পাউরুটি চকলেট বল, জেনে নিন রেসিপি
পাউরুটি দিয়ে আপনি অনেক কিছুই চাইলে বানাতে পারেন, বিশেষ করে বাচ্চাদের যদি বাইরের চকলেট কিনে খাওয়াতে না চান, তাহলে পাউরুটি দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর পাউরুটি চকলেট বল, তাই আর দেরি না করে চলুন দেখে নেই Hoophaap স্পেশাল অসাধারণ এই রেসিপিটি।
উপকরণ –
পাউরুটি পাঁচটি
একমুঠো ড্রাই ফ্রুটস
কোকো পাউডার ৪ টেবিল চামচ
২ টেবিল চামচ গুঁড়ো দুধ
তিন টেবিল-চামচ গুড়
শুকনো নারকোল ৬ টেবিল চামচ
৩ টেবিল চামচ রোস্টেড তিল
প্রণালী – পাউরুটির ধারগুলো ভাল করে কেটে নিতে হবে।সামান্য দুধে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রের মধ্যে এই পাউরুটি, কোকো পাউডার পছন্দ মতন ড্রাই ফ্রুটস কুচি কুচি করে কাটা, গুঁড়ো দুধ, গুঁড়ো নারকেল, সামান্য নারকেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গোল গোল করে মেখে নিলেই হবে। খেয়াল রাখতে হবে, গোল যেন ভেঙে না যায়। এরপর একটি প্লেটের মধ্যে বাকি বেশিরভাগ শুকনো নারকোল ছড়িয়ে গোল গোল চকলেটের বলগুলি একবার ঘুরিয়ে নিলেই একেবারে তৈরি হয়ে যাবে পাউরুটি চকলেট বল (Pauruti Chocolate Ball).