Hoop NewsHoop Trending

Gold Price Today: সপ্তাহের শেষ দিনেও সোনার দামে রেকর্ড পরিবর্তন!

আসন্ন বিয়ের মরশুম। বাঙালির সাতপাকে বাঁধা পড়ার মাস, মাঘমাসের আগমন আর একটা দিন পরেই। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত বাঙালি। তাই বাজারের সোনার দোকানে ভিড় বাড়ছে নিত্যদিন। আর এর মাঝেই সোনার দাম ভাঁজ ফেলছে ক্রেতাদের কপালে। দিনের পর দিন বাড়ছে হলুদ ধাতুর দাম।

বিগত সপ্তাহ থেকেই সোনার ঊর্ধ্বমুখী বাজার চিন্তায় ফেলেছিল মধ্যবিত্তদের। পাল্লা দিয়ে বাড়ছিল রূপার দামও। সপ্তাহের শেষের দিনেও বজায় থাকল সেই ক্রমবর্ধমান গ্রাফ। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (১৪.০১.২০২৩-শনিবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,১০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১৩.০১.২০২৩-শুক্রবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,২৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৩,৮০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৭১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৩০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (১৪.০১.২০২৩-শনিবার)

৬৮,৫০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (১৩.০১.২০২৩-শুক্রবার)

৬৮,৪০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি

১০০ টাকা প্ৰতি কেজি

এদিন বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। সেই কারণে দেশীয় বাজারেও চড়ছে সোনার দর। শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৯২০.৪৪ মার্কিন ডলার। শনিবার বেড়েছে রুপোর দামও।

Related Articles