Gold Price Today: ছুটির দিনেই মুখ থুবড়ে পড়ল সোনার দাম, আজই সুবর্ণ সুযোগ
মার্কিন ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বিগত কয়েকসপ্তাহ ধরে সোনার দাম বৃদ্ধি পাচ্ছিল দেশীয় বাজারে। তার উপর গত মাসে কেন্দ্রীয় বাজেটের ঘোষণা ছিল মড়ার উপর খাঁড়ার ঘা। তবে ভারতীয় মুদ্রার দামের নিম্নমুখী গ্রাফ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে গয়নার বাজারে। বিগত কয়েকদিন ধরেই নিম্নমুখী হলুদ ধাতুর দাম।
ছুটির দিনেও বজায় থাকল সেই ধারা। শনিবার সোনার মূল্যগ্রাফে উর্ধমুখী প্রবাহ ডেলহ গেলেও রবিবার একইসঙ্গে হ্রাস পেল ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম। তবে এদিন কিছুটা বৃদ্ধি পেল রূপোর দাম। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২৬.০৩.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৯,৮৪০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৮৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২৫.০৩.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,০০০ টাকা।
আজকের মূল্যহ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১৫০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২৬.০৩.২০২৩-রবিবার)
৭৩,৩০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (২৫.০৩.২০২৩-শনিবার)
৭৩,০০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
৩০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে অনেকটাই নিম্নমুখী সোনার দাম। শনিবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৭৮.২০ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১৯৭৭.৬৬ মার্কিন ডলার। এর প্রভাবেই দেশীয় বাজারে সোনার দাম কমেছে বলে মনে করা হচ্ছে।