রিচার্জের বাড়তি খরচ বাঁচাতে বেছে নিন সস্তার BSNL প্ল্যান, পোর্ট করাও এখন ভীষণ সহজ

যুগ যত আধুনিক হচ্ছে ততই স্মার্টফোনের উপর নির্ভরশীলতা বাড়ছে মানুষের। বর্তমানে মোবাইল ফোন ছাড়া এক পাও চলা কঠিন। যোগাযোগের মাধ্যম হিসেবে তো বটেই, আরও নানান কাজে প্রয়োজন পড়ে মোবাইলের। তবে এখন ফোন ব্যবহার করা হয়ে উঠেছে যথেষ্ট ব্যয়বহুল। রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন আইডিয়ার (Vi) মতো দেশের নামীদামী টেলিকম সংস্থাগুলি সুযোগ পেয়ে অনেকটাই বাড়িয়ে দিয়েছে রিচার্জ প্ল্যানের দাম। সেখানে দাঁড়িয়ে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এর দাম এখনো রয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই।

দাম বাড়িয়েছে টেলিকম সংস্থা গুলি

নির্বাচনের পরেই এক লাফে বেশ অনেকটাই দাম বেড়েছে সংস্থার সমস্ত প্ল্যানগুলির। শুধু জিও নয়, দাম বাড়িয়েছে এয়ারটেলও। এমতাবস্থায় ফের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এর চাহিদা বাড়তে শুরু করেছে। বেসরকারি সংস্থাগুলির তুলনায় বিএসএনএল এর বেশিরভাগ রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই দাম। তাই অনেকেই সরকারি টেলিকম সংস্থায় সিম পোর্ট করার কথা চিন্তা ভাবনা করছেন।

বিএসএনএল এর দিকে ঝুঁকছে অনেকে

বিএসএনএল এখনো পর্যন্ত তাদের কোনো রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি। উপরন্তু গ্রাহক টানতে কমানো হয়েছে প্ল্যানের দাম। পাশাপাশি ইন্টারনেটের স্পিড এবং অন্যান্য পরিষেবাগুলির মান উন্নত করারও চেষ্টা করে চলেছে বিএসএনএল। আনা হচ্ছে নতুন নতুন রিচার্জ প্ল্যান। তাই অনেকেই সহজে বিএসএনএল এর কানেকশন নিয়ে সিম পোর্ট করিয়ে নিচ্ছেন।

কীভাবে করবেন সিম পোর্ট?

  • যদি জিও, এয়ারটেল বা Vi এর গ্রাহক বিএসএনএল এর সিম পোর্ট করাতে চান তাহলে কয়েকটি ধাপে তিনি তা করতে পারবেন।
  • প্রথমেই PORT_ফোন নম্বর লিখে এসএমএস করুন ১৯০০ নম্বরে।
  • এরপর এসএমএস এর মাধ্যমে একটি অনন্য পোর্টিং কোড বা ইউপিসি পাবেন। এটি ১৫ দিনের জন্য বৈধ থাকবে।
  • এরপর গ্রাহককে সিম পোর্টের জন্য একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপরেই পাওয়া যাবে বিএসএনএল এর সিম।