সুশান্ত নপুংসক ছিল তাই আত্মহত্যা করেছে, বিস্ফোরক মন্তব্যে চক্ষুশূল সমাজবাদী পার্টির নেতা
সুশান্তের মৃত্যুর সঙ্গে প্রথম থেকেই জড়িয়ে গেছেন বলিউডের বড় বড় তারকারা। এরপর মামলা নিয়ে বিহার সরকারের সঙ্গে মহারাষ্ট্র সরকারের সঙ্গে টানাপোড়েনে উঠে আসে রাজনীতিও। উদ্ধব ঠাকরের ছেলের এই ঘটনার সঙ্গে পরোক্ষ যোগাযোগের অভিযোগ তুলেও সরব হয় সোশ্যাল মিডিয়ার এক অংশ। মামলা নিয়ে বির্তকিত বয়ান জারি করে জড়িয়ে যান শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতও। এবার সুশান্তকে নিয়ে প্রকাশ্যে কদর্য ভাষা প্রয়োগ করে বিতর্কের মুখে পড়লেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং।
গতকাল রাত ১০টার দিকে একটি ট্যুইটে আইপি সিং লেখেন–‘সুশান্ত সিং রাজপুত নপুংসক ছিলেন, যে কারণে তিনি আত্মহত্যা করেন। ভীতুদের সমাজ কখনো ক্ষমা করে না।’
সুশান্ত সিং এর তথাকথিত আত্মহত্যার তত্ত্ব নিয়ে বিশ্বাস করে নি দেশ। ঘটনায় উত্তাল দেশবাসী। এর মধ্যে সমাজবাদী পার্টির নেতার এমন অবিবেচকের মত ট্যুইট ঘৃতাহুতি দেয় নেটিজেনদের ক্রোধকে। সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা ও ট্রোলের শিকার হতে থাকেন ওই নেতা। অনেকে ঘুরিয়ে তাঁকেই নপুংসক বলে মন্তব্য লেখেন। পরে বিতর্কিত ট্যুইটটি মুছে ফেলেন আইপি সিং। এ ব্যাপারে সমাজবাদী পার্টির থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনো।