whatsapp channel

সকলকে হারিয়ে সারেগামাপা বিজয়ী অর্কদীপ, বেজায় চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ

এতদিনের যাত্রা শেষ হলো। দীর্ঘ ছয় মাসের পথ পেরিয়ে নৈহাটির অর্কদীপ মিশ্রের হাতে উঠল জয়ের ট্রফি। শনি-রবিবার সাড়ে নটা বাজলেই প্রত্যেকে টিভি খুলে বসে পড়তেন এই নানান জায়গা থেকে আসা…

Avatar

HoopHaap Digital Media

এতদিনের যাত্রা শেষ হলো। দীর্ঘ ছয় মাসের পথ পেরিয়ে নৈহাটির অর্কদীপ মিশ্রের হাতে উঠল জয়ের ট্রফি। শনি-রবিবার সাড়ে নটা বাজলেই প্রত্যেকে টিভি খুলে বসে পড়তেন এই নানান জায়গা থেকে আসা ছেলেমেয়েগুলোর গান শুনতে। রাঘব, ইমন এবং মনোময়ের সান্নিধ্যে এই সমস্ত প্রতিযোগীরা তাদের নিজেদেরকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছেন। জি বাংলা সারেগামাপার মঞ্চে হলো এই সমস্ত প্রতিযোগীদের ওপরে ওঠার পথে প্রধান এক সিঁড়ি।

তবে সারেগামাপার এই প্রতিযোগীর বিজয়ী হওয়াকে কেন্দ্র করে অর্ধেক নেটিজেনরা বেশ চটেছেন। ছয় জন তাবড় তাবড় প্রতিযোগীর মধ্যে অর্ক দ্বীপ মিশ্র, রক্তিম চৌধুরী, বিদিপ্তা চক্রবর্তী, জ্যোতি শর্মা, নীহারিকা নাথ, অনুষ্কা পাত্র। শেষ পর্যন্ত নীহারিকা এবং বিদিপ্তা কে পিছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় অর্কদীপ। তবে ইমনের ঘরানার লোকসঙ্গীতের অর্কদীপ এর এমন বিজয়কে অনেকেই মেনে নিতে পারেননি। বিজয়ের কথা যে মুহূর্তে ঘোষণা হয়েছে সেই মুহূর্তের সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় হয়েছে। কেন অর্কদীপকে করা হলো সারেগামাপা -র উইনার। এই নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ। কেউ কেউ তো পরের সিজন থেকে সারেগামাপা দেখবেন না এমন মন্তব্য করেছেন।

তবে নেটিজেনদের এমন ট্রোলিং এ তিনি কোনোভাবেই বিচলিত না হয়ে খুব সাধারণ এবং ভালো ভাষায় অর্ক তাদের উদ্দেশ্যে বলেছেন ‘যারা আমায় পছন্দ করেন বা যারা অপছন্দ করেন প্রত্যেকের উদ্দেশ্যে জানাই আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম। এই ভাবেই আমার পাশে থাকুন। শুধু আমার নয় এই মঞ্চে আমরা সবাই যারা এতদিন আপনাদের গান শোনালাম প্রত্যেকের পাশে থাকুন এবং ভালবাসুন। হয়তো এই বারের মতো এই মঞ্চের লড়াই শেষ। তবে জীবনের লড়াইয়ে যেন জয়ী হতে পারি এই আশীর্বাদ করবেন কি থাকবেন পাশে?’

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media