বহু বছর ধরে ‘দিদি নং ওয়ান’ শো সঞ্চালনা, ছেলেকে নিয়ে একা থাকা, এই সব কিছুর মাঝে ঘরে বসে কিছু একটা করতে চাইছিলেন অভিনেত্রী তথা জনপ্রিয় সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়। তাই শুরু করে দিয়েছিলেন অনলাইনে শাড়ির ব্যবসা। নাহ্, এখনও পর্যন্ত নিজের কোনো দোকান খোলেননি তিনি, কারণ তার হাতে সময় নেই দোকান চালাবার মতন। সেইজন্যেই অনলাইনে এসে শাড়ি বিক্রি করেন। রচনা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে এবং খুব কম দাম থেকে বেশি দামের সবটাই রয়েছে। কেউ যাতে খালি হাতে ফিরে না যায় সেইজন্যেই নানান দামের ও ডিজাইনের শাড়ি রেখেছেন তিনি।
অভিনেত্রীর নিজের জীবনে কম ঝড় আসেনি। এরপরেও একা হাতে কেরিয়ার ও ঘর সংসার সামলাচ্ছেন। নিজের বুটিক খুলে বিজনেস উইমেন হিসেবে পথচলা শুরু করেছেন।
‘রচনাস ক্রিয়েশন’ (𝗥𝗮𝗰𝗵𝗻𝗮’𝘀 𝗖𝗿𝗲𝗮𝘁𝗶𝗼𝗻 )থেকে কীভাবে বুক করবেন শাড়ি? ফেসবুক লাইভেই হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেই নম্বরে যোগাযোগ করে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে পছন্দের শাড়ি।
আজ, অর্থাৎ ৩১ শে আগস্ট 𝗥𝗮𝗰𝗵𝗻𝗮’𝘀 𝗖𝗿𝗲𝗮𝘁𝗶𝗼𝗻 উপস্থাপন করে লাবণ্যের ছয় গজ। এটি একটি প্রদর্শনী উৎসব। রচনা নিজেই সেই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এবং একাধিক ছবি ফেসবুক পোস্ট করেন। এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে :𝘿 𝙆 𝘽𝙖𝙣𝙦𝙪𝙚𝙩
(86𝘾, 𝙈𝙖𝙣𝙤𝙝𝙖𝙧 𝙋𝙪𝙠𝙪𝙧 𝙍𝙤𝙖𝙙, 𝙉𝙚𝙖𝙧 𝘿𝙚𝙨𝙝𝙖𝙥𝙧𝙞𝙮𝙖 𝙋𝙖𝙧𝙠, 𝙤𝙥𝙥𝙤𝙨𝙞𝙩𝙚 𝙏𝙧𝙞𝙙𝙝𝙖𝙧𝙖 𝙎𝙖𝙢𝙢𝙞𝙡𝙖𝙣𝙞)। সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী অর্থাৎ 𝗥𝗮𝗰𝗵𝗻𝗮’𝘀 𝗖𝗿𝗲𝗮𝘁𝗶𝗼𝗻 exibition.