Hoop PlusTollywood

যীশু নাকি রচনা ব্যানার্জী! টেলিভিশন শো সঞ্চালনার জন্য বেশি টাকা নেন কে?

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সুপারস্টার হলেও প্রথমবার টেলিভিশন সঞ্চালক হিসাবে তৈরি করেছিলেন ইতিহাস। তাঁর পথে হেঁটেছেন শাহরুখ খান (Shahrukh Khan), ইরফান খান (Irrfan Khan), সলমান খান (Salman Khan), শিল্পা শেঠি (Shilpa Shetty) সহ একাধিক বলিউড তারকা। তালিকায় রয়েছেন ভোজপুরি তারকা রবি কিষণ (Ravi Kishan)-ও। পিছিয়ে নেই টলিউডও। অভিনয় থেকে দীর্ঘ বিরতির পর রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ফিরেছেন জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং ওয়ান’-এর সঞ্চালক হিসাবে। বহু বছর ধরে লাগাতার এই শোয়ের সঞ্চালনা করে চলেছেন রচনা। ‘দিদি নং ওয়ান’-এর টিআরপির মূলে তিনিই। রচনাকে টেক্কা দিতে স্টার জলসার তুরুপের তাস ছিলেন যীশু সেনগুপ্ত (Jissu U. Sengupta)।

স্টার জলসার সিঙ্গিং রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার’-এর চতুর্থ সিজনের সঞ্চালক ছিলেন যীশু। কিন্তু শেষ অবধি টেক্কা দিতে পারেননি রচনাকে। তবে যীশুর পারিশ্রমিক ছিল যথেষ্ট বেশি। ফলে চ্যানেল কর্তৃপক্ষের বাজেটে তা প্রভাব ফেলেছিল। এই কারণে শোয়ের একজন বিচারককে বাদ দিতে হয়েছিল চ্যানেলকে। যীশুর মোটা অঙ্কের পারিশ্রমিকের অন্যতম কারণ হল সর্বভারতীয় স্তরে অভিনেতা হিসাবে তাঁর পরিচয়। বাংলার অভিনেতা যীশুকে অবহেলা করেছিল টলিউড। কিন্তু তাঁর অভিনয় দক্ষতায় বিশ্বাসী ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। ঋতুপর্ণর অকালপ্রয়াণের পর দীর্ঘদিন কর্মহীন ছিলেন যীশু। এরপর বলিউড থেকে আসে কাজের সুযোগ। ধীরে ধীরে বলিউডে পায়ের তলার জমি শক্ত করেছেন যীশু।

বর্তমানে তিনি দক্ষিণ ভারতীয় ফিল্মেও অভিনয় করছেন। সাম্প্রতিক কালে স্ট্রিমড ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ কাজল (Kajol)-এর বিপরীতে অভিনয় করেছেন যীশু। বলিউড ও দক্ষিণ ভারতীয় ফিল্মে অভিনয়ের সুবাদে কলকাতার বাইরেই অধিকাংশ সময় থাকতে হচ্ছে যীশুকে। তাঁর প্রযোজনা সংস্থা সামলাচ্ছেন যীশুর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta)।

যীশু স্পষ্ট জানিয়েছেন, যেসব পরিচালকের তাঁর সাথে কাজ করার ইচ্ছা নেই, তাঁরাই রটাচ্ছেন যীশু বাংলায় কাজ করতে চান না। কিন্তু অভিনেতা জানিয়েছেন, টলিউডে উপযুক্ত কাজ পেলে নিশ্চয়ই তা করবেন তিনি।

Related Articles