whatsapp channel

Lifestyle: পায়ে কালো সুতো বেঁধেছেন! সঠিক নিয়ম জেনে পরছেন তো? নাহলে ফল হবে মারাত্মক

রাস্তাঘাটে বা বাজারে দোকানে, অনেককেই আমরা দেখতে পাই পায়ের গোড়ালির কাছে কালো সুতো বেঁধে রাখতে। কেউ কেউ হয়তো পরে থাকেন শুধুমাত্র স্টাইলের জন্য, কেউ আবার বলেন এটি পরলে কুনজর এড়ানো…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

রাস্তাঘাটে বা বাজারে দোকানে, অনেককেই আমরা দেখতে পাই পায়ের গোড়ালির কাছে কালো সুতো বেঁধে রাখতে। কেউ কেউ হয়তো পরে থাকেন শুধুমাত্র স্টাইলের জন্য, কেউ আবার বলেন এটি পরলে কুনজর এড়ানো যায়, কেউ আবার বলে থাকেন রোগ থেকে মুক্তি পাওয়া যায় পায়ে এই কালো সুতো পরে থাকলে। তবে কেউই এর আসল কারণটি হয়তো জানেন না। এই কালো সুতো পরে থাকার একটি নির্দিষ্ট নিয়মও রয়েছে। যে নিয়ম না মেনে চললে হিতে বিপরীতও হতে পারে।

আজকাল স্ত্রী এবং পুরুষ অনেকেই কালো সুতো পরেন। মেয়েরা বাম পায়ে এবং ছেলেরা ডান পায়ে পরে থাকেন এক কালো সুতো। তবে বিশেষত শিশুদের পায়ে বেঁধে দেওয়া হয় এই ধরণের সুতো। জ্যোতিষশাস্ত্র বলছে পায়ে কালো সুতো বেঁধে রাখার একটি বিশেষ উপকারিতা রয়েছে। পায়ে কালো সুতো বেঁধে রাখলে কমে যায় শনির দোষ। একনজরে দেখে নিন কালো সুতো পরার উপকারিতা ও নিয়মগুলি।

পায়ে কালো সুতো বেঁধে রাখার উপকারিতা:

(১) শনির দোষ থাকলে মুক্তি পাওয়া যায়।

(২) যেকোনো গ্রহের দোষ কেটে যায় কালো সুতো পরলে।

(৩) নেগেটিভ এনার্জি শরীরে প্রবেশ করতে পারে না।

(৪) ক্ষতিকর কুনজর থেকে রক্ষা করে এই কালো সুতো।

কালো সুতো ধারণের নিয়ম:

(১) সপ্তাহের সবদিন শরীরে এই সুতো ধারণ করবেন না। শুধুমাত্র শনিবার ও মঙ্গলবার এই সুতো পরিধান করা যায়।

(২) শুদ্ধ শরীর ও শুদ্ধ মনে এই সুতো ধারণ করুন।

(৩) একটি নয়, ৯ টি সুতোকে একত্রিত করে তবেই ধারণ করুন এটিকে।

(৪) ছেলেরা ডান পায়ে এবং মেয়েরা বাম পায়ে এই সুতো ধারণ করুন।

(৫) এই সুতো পরে রোজ গায়ত্রী মন্ত্র জপ করুন, শরীরে পজিটিভ এনার্জি পাবেন।

Disclaimer: প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যভিত্তিক। যেকোনো সমস্যায় আগে বিশেষজ্ঞর পরামর্শ নিন।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা