Hoop PlusTollywood

Madhumita Sarcar: পোশাকের ফাঁকে দৃশ্যমান সুগভীর নাভি,অভিনয় ছেড়ে রাস্তায় এটা কি করছেন মধুমিতা!

মধুমিতা সরকার (Madhumita Sarcar) টলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তার রূপের ছটায় কত অনুরাগীই যে পাগল হয়েছেন, তার হিসেব রাখাই মুশকিল। সত্যিই তাই! এতটাই সুন্দর তিনি। কিন্তু শুধুমাত্র সৌন্দর্যেই নয়, অভিনয়ের দক্ষতায় প্রথমে ছোট পর্দা ও পরে বড় পর্দাতেও নিজের ছাপ রেখে গেছেন। প্রশংসাও পেয়েছেন বিস্তর। তবে শুধুই অভিনয় বা সৌন্দর্যের জন্যেই যে এই অভিনেত্রীকে নিয়ে চর্চা হয় তা নয়, তাঁর স্টাইলিং নিয়েও যথেষ্ট আলোচনা হয়।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় টলিপাড়ার এই সুন্দরী। প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের দেওয়ালে তার দেখা মেলে নানা সাজে। বিভিন্ন ঘরানার পোশাকে নিজেকে সাজিয়ে অবতীর্ণ হন জনসমক্ষে। কখনো ট্র্যাডিশনাল শাড়ি, কখনো আবার পাশ্চাত্য ঘরানার কোনো বোল্ড পোশাক, আবার কখনো বিকিনি বা মনোকিনিতেও দেখা যায় এই অভিনেত্রীকে। আর মধুমিতা সামনে এলেই নেটপাড়ায় তৈরি হয় এক আলার ‘সেনসেশন’। কারণ তার রূপের ছটায় যেমন ঘায়েল হয় তার অনুরাগীদের একাংশ, তেমনই আবার তাকে নিয়ে নানা কথাও ওঠে।

সম্প্রতি বর্ষার শুরুতে এক অন্য অবতারে ধরা দিলেন টলি-অভিনেত্রী। ফাঁকা রাস্তায় ঘুরতে, চা খেতে দেখা গেল তাকে। আর তার সাজপোশাকও নজর কাড়ল নেটিজেনদের। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কয়েকটি ছবি ও একটি ভিডিও আপলোড করেছেন। এই ছবি ও ভিডিওতে তাকে দেখা গেছে গোর্খাল্যান্ডের ফাঁকা রাস্তায় নানা সব মজার পোজে ক্যামেরাবন্দি হতে। এই ফটোশ্যুটে তার পরণে ছিল দুধসাদা রংয়ের টাইট টিশার্ট এবং অরেঞ্জ টাইট ট্রাউজার। পায়ে সাদা রংয়ের ম্যাচিং স্নিকার্স। মুখে নিউড মেকআপ, ঠোঁটে নিউড লিপস্টিক, খোলা চুল- সব মিলিয়ে তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে আবেদনশীলতা।

এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সুপ্রভাত’। এর সাথে ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেখানে সকালের স্নিগ্ধতার বিষয়ে। আর তার এই পোস্ট দেখে তার মুগ্ধতায় ডুব দিয়েছেন তার অনুরাগীরা। অনেকেই ভালোবাসা ও আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স। অনেকে আবার তার রূপের প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা