রবির সকালেই দুঃসংবাদ দীক্ষিত পরিবারে। মা’কে হারালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। সূর্যের প্রথম কিরণের সঙ্গেই দুঃসংবাদ পেয়ে শোকে বিহ্বল অভিনেত্রী। ১২ ই মার্চ রবিবার প্রয়াত হলেন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত (Snehalata Dixit)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী শ্রীরাম নেনে এক যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক খবর জানিয়ে বলেন, ‘আমাদের প্রিয় আই (মা) স্নেহলতা দীক্ষিত আজ সকালে তাঁর প্রিয়জনদের মাঝে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ পরিবারসূত্রে জানা গেছে, বার্ধক্যজনিক কারণেই মৃত্যু হয়েছে স্নেহলতা দেবীর। এই মুহূর্তে এই প্রয়াণে মাধুরীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বলিউডের অনেকেই এই খবরে শোকপ্রকাশ করেছেন।
চার ভাই-বোনের মধ্যে মাধুরী সবথেকে ছোট। তাই তার অভিনয় কেরিয়ারে প্রথম দিন থেকেই মা ছিলেন তাঁর ছায়াসঙ্গী। শুটিং সেটে সারাক্ষণ মেয়েকে সঙ্গে করেই নিয়ে যেতেন তিনি। সারাক্ষন আগলে রাখতেন কনিষ্ঠা কন্যাকে। তাই এই প্রিয় মানুষকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী। এর আগে এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, ‘সিনেমায় কাজ করার পরও ঘর এলোমেলো করার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি। এভাবেই বড় হয়েছি। এখনও বকা খাই, তবুও একই রয়ে গিয়েছি।’
প্রসঙ্গত, গতবছর মাতৃদিবসে মা এবং দুই বোনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন বলি-অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছিল, চেয়ারে বসে স্নেহলতা দীক্ষিত। চেয়ারের হাতলে মাধুরী ও এক বোন। পিছনে দাঁড়িয়ে অন্য বোন। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি আজ যা হতে পেরেছি, পরবর্তীতে আরও যা যা আমি হতে পারব, সবই তোমার প্রতিচ্ছবি আই। শুভ মাতৃদিবস।’
View this post on Instagram