একের পর এক মৃত্যু ক্রমশ ভেঙে দিচ্ছে মানুষকে। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)-র পরিবারেও নেমে এসেছে বিপর্যয়। পরপর তিনটি মৃত্যু ঘটল তাঁর পরিবারে। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন মনোজ। আগেই প্রয়াত হয়েছিলেন বাবা ও শ্বশুরমশাই। এবার প্রয়াত হলেন মনোজের শাশুড়ি শাকিলা রাজা (Shakila Raja)।
ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন শাকিলা। প্রায় বারো বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। শাশুড়ির মৃত্যুসংবাদ পাওয়া মাত্রই শুটিং বাতিল করে দিল্লি ছুটে গিয়েছেন মনোজ। গত বছর প্রয়াত হয়েছিলেন মনোজের বাবা আর.কে.বাজপেয়ী (R.k.Bajpayee)। তিরাশি বছর বয়সে প্রয়াত হয়েছেন আর.কে.বাজপেয়ী। একই বছরে প্রয়াত হন মনোজের শ্বশুরমশাই অর্থাৎ তাঁর স্ত্রী শাবানা বাজপেয়ী (Shabana Bajpayee)-র বাবা। এবার প্রয়াত হলেন শাবানার মা শাকিলা।
বিহারের ভূমিপুত্র মনোজ দিল্লি এসেছিলেন পড়াশোনা করতে। কিন্তু চোখে ছিল অভিনয়ের স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে মুম্বই আসেন তিনি। তবে কেরিয়ারের মাঝে কয়েক বছর প্রচারের আলো থেকে দূরে ছিলেন মনোজ। কিন্তু অ্যামাজন প্রাইম-এর ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’ তাঁকে আবারও মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসে। ‘ফ্যামিলি ম্যান 2’, ‘রে’-এর মতো একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করেছেন মনোজ।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্মের অভিনেতাদের পারফরম্যান্স যথেষ্ট উপভোগ্য। মনোজ নিজেও তাঁদের অভিনয় দেখে খুঁটিনাটি শেখেন। তাঁর ভাবতে অবাক লাগে, এতদিন ইন্ডাস্ট্রি এই অভিনেতাদের সেভাবে সুযোগ দেয়নি। কিন্তু পরিস্থিতি পাল্টে দিয়েছে ওটিটি।
View this post on Instagram