Advertisements

শরীর ঢাকা লাল পোশাকে, সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুললেন জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা

Avatar

HoopHaap Digital Media

Follow
Advertisements

বাংলার তনয়া অন্তরা বিশ্বাস। কলকাতায় জন্ম। স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। আর নিজের স্বপ্ন পূরণ করতে কলকাতা থেকে মুম্বাই চলে আসেন। সেখানে দীর্ঘদিন স্ট্রাগেল করার পর বলিউড, টলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই কাজ সেরে ফেলেছেন। অভিনয়ের স্বার্থে নিজের আসল নাম পাল্টে হয়েছেন মোনালিসা। বঙ্গ কন্যা মোনালিসা বর্তমানে এককথায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন মোনালিসা। কিছুদিন আগে দুপুর ঠাকুরপো সিরিজে কাজ করে ঝুমা বৌদি নাম অর্জন করে খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী। এছাড়াও বর্তমানে জনপ্রিয় হিন্দি সিরিয়ালে ‘নজর’ ধারাবাহিকে খলনায়িকা হিসেবে কাজ করেছেন সকলের প্রিয় মোনালিসা।

করোনার পর সেরকম অভিনয়ে দেখা না গেলে প্রতিদিন একবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে হাজিরা দেন। দীর্ঘ দিনের লকডাউনের বিরতি নিয়ে কালারস এ একটি ‘নমক ইশকা ‘ ধারাবাহিকে কামব্যাক করেন৷ কখনো নিজের হট এবং বোল্ড ফটোশুটে তো কখনো নিজের রিল ভিডিও শ্যুট করে। তিনি ভোজপুরি ইন্ড্রাস্টিতে নাচের জন্য বেশ জনপ্রিয় তাই তো নিজের ইন্সটাগ্রাম রিলেও গান চালিয়ে তুমুল নাচ করে দেওয়দের রাতের ঘুম কেড়ে নেন। মোনালিসা যে সোশ্যাল মিডিয়ার হট কেক তা তার প্রতিটি পোস্ট দেখলেই বোঝা যায়। সম্প্রতি ৩৮ এ পা দিলেন এই লাস্যময়ী বৌদি। বয়স বাড়লেও রুপ কিছু কমেনি বরং দিন দিন বেড়েই চলেছে। আর এতেই কাবুকাত সকলে।

৩ বছর আগে সলমান খানের সঞ্চালনায় বিগ বস ১০ এ অংশগ্রহণ করেন মোনালিসা। বিগ বসে না জিতলেও সেখানে নিজের মনের মানুষ পেয়ে যান এই অভিনেত্রী। সে আর কেউ নয় অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত। তারপর বিক্রান্তের সাথে বিগ বস সেটে চুটিয়ে প্রেম করার পর বিগবস শেষে বিয়ে করেন। এখন অভিনয়ের সাথে সুখে শান্তিতে ঘরও করছেন। নিজেদের ভালোবাসার নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভোলেননা এই সেলেব দম্পতি। সম্প্রতি এই জুটি গোয়ায় ঘুরতে গিয়েছিলেন আর সেখান থেকে উষ্ণ প্রেমের নানান মুহূর্ত শেয়ার করেছেন নজর নায়িকা। সম্প্রতি এই লাভ বার্ডস কুলি নাম্বার ওয়াং সিনেমার গান “মাম্মি কাসাম” গানে মোনালিসা ও বিক্রান্ত। যা নিমেষে ভাইরাল হয়েছিল।

এই অভিনেত্রী এসব কিছুর সাথে নিজেত ইন্সটা হ্যান্ডেলে বেশ সক্রিয়। তাই তো ফাঁক পেলেই হট ফটোশুটে মত্ত থাকেন। যেমন নতুন বছরের শুরুটা কালো পোশাকে বোল্ড লুকে মাত করেছিলেন৷ সেক্সি পোজে আর নিজের ভুবনমোহিনী হাসিতে নতুন বছরকে স্বাগত জানালেন অভিনেত্রী। এখানেই শেষ নয় রবিবার সাস সকালে আবার বোল্ড লুকে বাজিমাত করলেন এই লাস্যময়ী অভিনেত্রী। এবার লাল জাম্পস্যুট আর চুল টা পর্নিটেল করে বাঁধা, লাল লিপস্টিক সাথে ম্যাচিং কানের দুল আর হাই হিল পড়ে বোল্ড লুকে নজর লাগালেন অভিনেত্রী। এইভাবে হট পোজে নতুন বছরের শুরু করলেন। এই ছবি শেয়ারের সাথে সাথে অভিনেত্রী সায়ন্তনী ঘোষ কমেন্ট করেন “ওহহ”। নিমেষে ভাইরাল এই সেক্সি পোজ।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

Avatar
HoopHaap Digital Media

...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow