BollywoodHoop Plus

করোনায় কাবু অক্ষয় ভর্তি হলেন হাসপাতালে, অভিনেতার সংস্পর্শে এসে আক্রান্ত আরো ৪৫জন

সারা দেশেও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বলা যায় দেশজুড়ে তাণ্ডব চালাতে শুরু করেছে করোনা। সোমবার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দেশের করোনাগ্রাফ। গত বছর করোনাভাইরাস মহামারীটি শুরু হওয়ার পর থেকে এই প্রথম দেশে একদিনে করোনা আক্রান্ত হল ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই ভারতের সর্বাধিক সংক্রমণ বেড়েই চলেছে।

করোনাতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মুম্বাই মহানগরীতে। গতকাল কোভিড -১৯ এ আক্রান্ত হলেন বলিউড স্টার অক্ষয় কুমার৷ রবিবার সকালেই অভিনেতা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় করোনার সংক্রমণের কথা জানিয়ে দেন৷ টুইটারে লেখেন যে সব নিয়ম মেনে তিনি আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকছেন৷ প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরিষেবা নেবেন তিনি৷ একই সঙ্গে গত ক’দিনে তাঁর সংস্পর্ষে যাঁরা এসেছেন, তাঁদের সচেতন করেছেন অভিনেতা বলেছেন সঠিকভাবে নিজেদের খেয়াল রাখতে৷

গতকাল যেমন করোনা আক্রান্তের কথা নিজেই জানিয়েছেন ঠিক একই ভাবে সোমবার সকালেই হাসপাতালে ভর্তি হতে হল করোনা আক্রান্ত অক্ষয় কুমারকে। আর এই কথা সোমবার সকালে এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন আক্কি। তিনি টুইটে লিখলেন, “আপনাদের সবার প্রার্থনার জন্য সকল অনুরাগীদের ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ কাজ করছে। আমি ভালো আছি। তবে করোনা সতর্কতার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আশা করছি খুব শিগগিরিই বাড়ি ফিরতে পারব। সকলে সুস্থ থাকুন। “

Copy Code

আক্কি এখন ব্যস্ত ছিলেন তাঁর ছবি রাম সেতুর শ্যুটিং-এ৷ গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। সমস্ত কোভিড বিধি মেনেই শ্যুটিং চলছিল, তবুও রেহাই পেলেন না অভিনেতা। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন নুসরত বারুচা, জ্যাকলিন ফার্ন্ডান্ডিজ৷ তসতর্কতা স্বরূপ শ্যুটিং এর কাজ চলছিল। তবে শেষ রক্ষা হয়নি। অক্ষয় কুমারের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর সেটের বাকিরাও করোনা পরীক্ষা করান। সেটের আরও ৪৫ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তারা সকলেই এখন আইসোলেটেড অবস্থায় আছেন।

Related Articles