কঠিন সময়ে অসহায় মানুষের পাশে নুসরত, মানবিক রূপে প্রশংসা কুড়োলেন সাংসদ-অভিনেত্রী
কঠিন চর্চার মধ্যে থেকেও সামাজিক কাজে পা বাড়িয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। বুধবার সকালেই নুসরত তাঁর বসিরহাট অঞ্চলে এসে পৌঁছান এবং বসিরহাটের সুপার স্পেশালিটি হাসপাতালে একটি ICU ভেন্টিলেটর দেন। এমনকি নিজের সাংসদ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা দেন এই হাসপাতাল কর্তৃপক্ষকে। বুধবার সকালেই এই হাসপাতালের ICU ভেন্টিলেটর উদ্বোধন করেন নিজের হাতে।
নুসরত জাহান সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। তাঁর কিছু অনুরাগীরা তাঁর ছবি দেখলেই লাইক করেন এবং ভালো ভালো কমেন্টে ভরিয়ে দেন, কিন্তু কিছু নেট নাগরিক আছেন যারা নুসরতের অ্যাক্টিভিটি নিয়ে ট্রোল করেন এমনকি তাঁর রাজনৈতিক কর্মকান্ড নিয়েও প্রশ্ন রাখেন। অনেকের দাবী তিনি বসিরহাটের জন্য কিছু করুন। এবারে সেই কাজেই মন দিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
হাসপাতাল ছাড়াও এদিন নুসরত উপস্থিত ছিলেন বসিরহাট স্টেডিয়ামে। এখানে গত ৩দিন ব্যাপী প্রতিভা অন্বেষণ এবং খেলোয়াড়দের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নুসরত ২০২০র সুপার ডিভিশন ও প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়নস ও রানার্স ফুটবল ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন।