Lifestyle: বাড়িতে পূর্বপুরুষের ছবি রাখলে মানতে হয় কিছু বাস্তু নিয়ম, নাহলে ঘনিয়ে আসে বিপদ
পূর্বপুরুষকে মনে রাখার জন্য তাদের ছবিকে আমরা ঘরে সাজিয়ে রাখি। কিন্তু বাস্তবিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রেও আপনাকে মেনে চলতে হবে বেশ কয়েকটা নিয়ম আপনি যদি নিয়ম না মেনে এই পূর্বপুরুষদের ছবি রাখেন, তাহলে আপনার জীবনেও ঘটতে পারে নানান অশান্তি। জীবনে যদি একবার অশান্তির সূচনা হয়, তাহলে আপনার জীবন কিন্তু একেবারে ছারখার হয়ে যাবে, আর জীবনে যদি এরকম নানান রকম সমস্যা তৈরি হয়, তাহলে আপনি কোন দিক থেকে ভালো থাকতে পারবেন না, তাই আপনাকে যদি ভালো থাকতে হয়, তাহলে অবশ্যই মেনে চলতে হবে, কিছু বাস্ত বিশেষজ্ঞের কথা, তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন, কি সেই এমন টিপস যা মেনে চললে আপনার জীবন ভালো হয়ে যাবে।
১) দেবতা আর পূর্বপুরুষের ছবি এক বেদীতে রাখবেন না – আমরা অনেক সময় মৃত বা প্রয়াত ব্যক্তি কে স্মরণ রাখার জন্য বা তার ওপরের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনেক সময় ঠাকুরের বেদির ওপরে তার ছবিকে দিয়ে থাকি। কিন্তু বাস্ত বিশেষজ্ঞরা বলছেন, এটি অত্যন্ত শুভবার্তা আপনার জন্য বয়ে আনতে পারে ।
২) বাড়ির কেন্দ্রে কোন রকম পূর্বপুরুষের ছবি রাখা যাবে না – বাড়ির কেন্দ্র স্থানে পূর্বপুরুষের ছবি রাখা একেবারেই উচিত নয়, বাড়ির কেন্দ্র যদি কোনো ঘর থাকে, সেখানে পূর্বপুরুষের ছবি রাখবেন না, এমনটাই বলছেন, বাস্তু বিশেষজ্ঞরা।
৩) শয়নকক্ষে পূর্বপুরুষের ছবি রাখবেন না – আমরা অনেক সময় পূর্বপুরুষের স্মৃতিতে মনে রাখার জন্য তাদের ছবি বেডরুমেও রেখে থাকে, কিন্তু আপনি কি জানেন? এটি করা একেবারেই উচিত নয়, বলছেন বাস্তু বিশেষজ্ঞরা।
৪) একাধিক ছবি লাগানো উচিত নয় – পিতৃপুরুষের স্মৃতি রক্ষার্থে কখনো একটার বেশি ছবি লাগাবেন না। একজন মানুষও যদি একাধিক ছবি লাগান, তাহলেও বাস্তুমতে, এটি আপনার জন্য মোটেই ভালো না।
৫) বসার ঘরে একটি ছবি লাগান – বসার ঘরে একটি ছবি লাগাতে পারেন, বসার ঘরেও একাধিক ছবি লাগানো একেবারেই উচিত নয়।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।