বাড়ির টবেই পুদিনা চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন
বিভিন্ন গুণসম্পন্ন পুদিনা। ত্বকের পরিচর্যায় শরীর সুস্থ রাখতে পুদিনা পাতার জুড়ি মেলা ভার। কিন্তু অনেক সময় পুদিনাপাতা বেশ চড়া দামে বিক্রি হয়। তাই এই সমস্ত ঝামেলার মধ্যে না গিয়ে বাড়িতে ছাদে বারান্দায় অল্প জায়গাতেই চাষ করুন পুদিনা।
বছরের যেকোনো সময় আপনি পুদিনা পাতা চাষ করতে পারেন। তবে সাধারণত চারা রোপণের ভালো সময় বর্ষার আগে ও পরে। যেকোনো মাটিতেই পুদিনা ভালো হয়, তবে ঝুরঝুরে মাটির সঙ্গে সামান্য গোবর সার মিশিয়ে দিতে পারেন।
১০ ইঞ্চির কোন টবে আপনি পুদিনা চাষ করতে পারেন। বাড়িতে যদি বড় বোতল থাকে সেই বোতলকে মাঝখান থেকে কেটে নিয়ে ও সেইখানে মাটি দিয়ে পুদিনা চাষ করতে পারেন।
বাজার থেকে কিনে আনা পুদিনা গাছ থেকে পুদিনা পাতা গুলো সংগ্রহ করে নিয়ে সেই ডাল শিকড় সমেত মাটির ভিতরে পৌঁছে দিতে পারেন কিংবা কোন নার্সারি থেকে চারা কিনে আনতে পারেন।
খেয়াল রাখতে হবে টবে যেন বেশি জল না জমে থাকে। মাঝেমধ্যে একটু ভালো করে খুচিয়ে দিতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে।
পুদিনা বেশি যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। দু-তিনদিন অন্তর অন্তর একটুখানি করে জল ছিটিয়ে দিন। রোদ আসে এমন জায়গায় রাখতে হবে। এইভাবে সারাবছর আপনি আপনার টব থেকেই পুদিনা পাতা সংগ্রহ করে কাজে লাগাতে পারেন।