whatsapp channel

কুর্তির স্টাইলিশ ও ফ্যাশানেবেল গলার কয়েকটি সেরা ডিজাইন

আজ থেকে ৭২ হাজার বছর আগে মানুষ নগ্নতা ঢাকতে পোশাকে ব্যবহার শুরু করে। প্রথমদিকে গাছের বাকল, পশুর চামড়াকেই তারা পোশাক হিসেবে ব্যবহার করতো। তার পরে পরে পোশাকের নানান রকম পরিবর্তন…

Avatar

HoopHaap Digital Media

আজ থেকে ৭২ হাজার বছর আগে মানুষ নগ্নতা ঢাকতে পোশাকে ব্যবহার শুরু করে। প্রথমদিকে গাছের বাকল, পশুর চামড়াকেই তারা পোশাক হিসেবে ব্যবহার করতো। তার পরে পরে পোশাকের নানান রকম পরিবর্তন হতে থাকে। অভিজাত ও মুসলমানদের মধ্যে উর্দুভাষী নারীদের অনেকেই সালোয়ার-কামিজ পড়লেও বাঙালি মুসলিম নারীরা পরতেন না।

কুর্তির স্টাইলিশ ও ফ্যাশানেবেল গলার কয়েকটি সেরা ডিজাইন

পরবর্তীকালে মুসলিম নারীরা তো বটেই বাঙালি হিন্দু নারীদের মধ্যেও সালোয়ার-কামিজ পরার প্রচলন শুরু হয়। প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তু এবং গুহাচিত্র ও বেশ কয়েকটি সাহিত্যিক উপাদান থেকে মানুষের পোশাকের পরিবর্তনের ইতিহাস জানা যায়। চীনা পরিব্রাজক এর বর্ণনাতেও এই অঞ্চলের মানুষের পোশাক কীভাবে পরিবর্তিত হয়েছে তার একটা ধারণা পাওয়া যায়।

কুর্তির স্টাইলিশ ও ফ্যাশানেবেল গলার কয়েকটি সেরা ডিজাইন

সালোয়ার-কামিজ দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে প্রচলিত একটি পোশাক। এই ঐতিহ্যবাহী পোশাক নারী-পুরুষ উভয়েই পরে থাকেন। এটি পাকিস্তানের জাতীয় পোশাক। তবে বর্তমানে সালোয়ার কামিজের ডিজাইন এর অনেক পরিবর্তন হয়েছে।

কুর্তির স্টাইলিশ ও ফ্যাশানেবেল গলার কয়েকটি সেরা ডিজাইন

যে যেমনটা তৈরি করে বানিয়ে পরে তেমনটাই এখন ফ্যাশন হয়ে গেছে। তবে মাথায় রাখতে হবে অন্যের দেখে ফ্যাশন করা উচিত নয়, নিজের ক্ষেত্রে যেমন মানায় তেমনটাই পরা উচিত।

কুর্তির স্টাইলিশ ও ফ্যাশানেবেল গলার কয়েকটি সেরা ডিজাইন

করোনা আবহে আমরা যতই মন খারাপ করে বসে থাকি না কেন পুজোর কিন্তু আর খুব বেশিদিন দেরি নেই। অনেকের রেডিমেড সালোয়ার-কামিজ পরা পছন্দ করেন। অনেকে আবার দোকান থেকে কিনে বানিয়ে পরা পছন্দ করেন। চটপট দোকানে গিয়ে সালোয়ার-কামিজের পিস কিনেই নিজের ইচ্ছামত গলার ডিজাইন করে বানাতে দিয়ে দিন আপনার পছন্দের সালোয়ার-কামিজ গুলি।

কুর্তির স্টাইলিশ ও ফ্যাশানেবেল গলার কয়েকটি সেরা ডিজাইন

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media