Weather Update: ভারী বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গের ৭ জেলায়! সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর
সপ্তাহের প্রথম দিন থেকেই ভিজে চলেছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জেলার সোমবার থেকে বৃষ্টি হয়েছে এবং আজ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কোন কোন জায়গায়, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা চলুন জেনে নিন। মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে? দেরি না করে চটপট দেখে নিন।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে। তবে এই সমস্ত জায়গায় প্রায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাতে হলুদ সর্তকতা জারি করা রয়েছে, এছাড়া আর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
বুধবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। যদি রাস্তায় বেরোনোর কোন প্ল্যান থাকে তবে অবশ্যই হাতে ছাতা রাখবেন কারণ এই বৃষ্টিতে যদি একবার ভিজে ফেলেন, তাহলে কিন্তু শরীর খারাপের প্রবল সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই হলুদ সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গে। যেমন নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক তেমনি বৃষ্টি চলবে এখনও পর্যন্ত আগামী ২৮ শে জুলাই পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই।