বিরোধী পক্ষ হয়েও শ্রাবন্তীর বিজেপি যোগে শুভেচ্ছা রাজের, দেখুন কি বললেন পরিচালক
বিজেপিতে যোগ দেওয়ার পরেই শ্রাবন্তীর প্রথম ট্যুইট ছিল, একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সন্তান যেন ‘ সোনার বাংলা ‘ তে বড় হয়ে উঠুক। দেখুন সেই ট্যুইট –
প্রণাম।
গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি|
একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক।@narendramodi @AmitShah @JPNadda @KailashOnline @DilipGhoshBJP
জয় শ্রী রাম #SonarBangla pic.twitter.com/FxZxM2Ihe0— Srabanti (@srabantismile) March 2, 2021
এই ট্যুইট দেখেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া রাজ চক্রবর্তী শ্রাবন্তীকে শুভেচ্ছা বার্তা জানান ওই ট্যুইট ঘিরে। রাজ তার আন্তরিক শুভেচ্ছা বার্তা দেন শ্রাবন্তীর উদ্দেশ্যে।
All my best wishes ❤️🙏 https://t.co/VqjyKxlweq
— Raj chakrabarty (@iamrajchoco) March 2, 2021
রাজনীতির রঙ্গমঞ্চে চলছে খেলা। চলছে রং বদলের খেলা। এক দল সোনার বাংলা গড়তে চান তো এক দল মা মাটি মানুষের সরকারকে দুয়ারে দুয়ারে নিয়ে যেতে চান। ভোটের দিন ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। এমনকি কবে এর ফলাফল পাওয়া যাবে তাও নির্ধারিত। এখন শুধু টিকিট পাওয়ার পালা।
টলিউডের একাধিক তারকা দুভাগে ভাগ হয়ে গিয়েছেন সবুজ ও গেরুয়া দলে। কেউ দিদির সঙ্গে হাত মিলিয়ে নতুন বাংলা গড়তে সাহায্য করতে চান, আবার কেউ সোনার বাংলা গড়তে চান গেরুয়া শিবিরের হাত ধরে।
বাদ যাননি ছোট পর্দার তারকারাও। ছোট পর্দার বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রী নাম লিখিয়েছেন রাজনৈতিক মহলে। এমনিতেই লক ডাউন এই শিল্প জগতে যথেষ্ট প্রভাব ফেলেছে, এখনও পর্যন্ত খুব কম সিনেমা বড় পর্দায় জায়গা পেয়েছে, তাই অনেকেই অভিনয় জীবনের পাশাপাশি রাজনৈতিক মহলে নিজেদের নতুন পরিচয় গড়ে তুলতে চাইছেন।