Hoop PlusTollywood

বাবার মোবাইল হাতে পেয়েই শিখে নিচ্ছে ছোট্ট ইউভান, মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দী শুভশ্রীর

শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) অভিনেত্রী হলেও যথেষ্ট পরিবারকেন্দ্রিক। শুটিংয়ে গেলেও তাঁর মন পড়ে থাকে ইউভান(Yuvaan)- এর কাছে। মাঝে মাঝেই সেট থেকে বাড়িতে ভিডিও কল করেন শুভশ্রী। ভোটে জিতে বিধায়ক হওয়ার পর রাজ (Raj Chakraborty)-ও ব্যস্ত থাকেন রাজনৈতিক কাজে। ফলে বাড়িতে রাজ ও ইউভানের দেখা পাওয়া প্রায় দুর্লভ। সেই দুর্লভ মুহূর্তই এবার শুভশ্রীর ক্যামেরাবন্দী হয়ে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রাজ ও ইউভান একই রঙের টি-শার্ট পরে বিছানায় বসে আছেন। দুষ্টু ইউভান হাসিমুখে রাজের মোবাইল দেখতে ব্যস্ত। রাজ দেখতে ব্যস্ত ইউভানকে। ছবিটি শেয়ার করে শুভশ্রী ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁর পৃথিবীর তরফ থেকে সবাইকে শুভসন্ধ্যা।

আর এক মাস পরেই এক বছর বয়স হতে চলেছে ইউভানের। করোনাকালে তার জন্ম। ইউভানের জন্মের কিছুদিন আগে করোনা ও কার্ডিয়াক অ্যারেস্টের ফলে রাজ হারিয়েছিলেন তাঁর বাবাকে। ফলে ইউভানের জন্মের পর তাকেই আঁকড়ে ধরে বাঁচার দিশা পেয়েছেন রাজ ও তাঁর পরিবারের সদস্যরা। ইউভানের জন্মের পর থেকেই প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ। ফলে তাঁকে ট্রোলের শিকার হতে হয়েছে। কিন্তু রাজ এইসব ট্রোলকে পাত্তা দিতে চান না। তিনি বলেছেন, তিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাঁর কাছে নিজের সন্তানের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার অর্থ শুধুমাত্রই মুহূর্তটি শেয়ার করা।

অপরদিকে মাতৃত্বকালীন ওজন বৃদ্ধি নিয়ে শুভশ্রীকে যথেষ্ট ট্রোল করা হয়েছে। তিনি বলেছেন, মা না হলে এই সময়টা কখনও অনুভব করা যায় না। তাঁর মতে, মাতৃত্ব একটি অ্যাচিভমেন্ট যার মাধ্যমে তিনি একটি মানুষ সৃষ্টি করেছেন।

Related Articles