বলিউডের অন্যতম ফ্যাশান আইকন সারা আলি খান। সইফ আলি খান ও অমৃতা সিং এর কন্যা। পতৌদি বাড়ির বড় মেয়ে। ২০০৪ সালে সইফ-অমৃতার বিয়ে ভেঙে যাওয়ার সময় সারার বয়স ছিল ৯ বছর। তার পর তিনি তাঁর ভাই ইব্রাহিমের সঙ্গে বড় হন অমৃতার কাছেই। তা বলে বাবার প্রতি ভালোবাসা কমেনি। বাবা ও সৎ মা করিনা কাপুর খানকে ও বেশ সম্মান করেন অভিনেত্রী। এমনকি বাবার সাথে থাকলে তৈমুর আলি খানকে নিয়ে সারাদিন থাকে।
এই স্টারকিড মুম্বইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুল জীবনের পড়াশোনা শেষ করে পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন তিনি। তার পরই ফিরে এসে বলিউডে অভিনয়ের সুযোগ পান। অভিনয়ের আগে ‘হ্যালো’ ম্যাগাজিনের জন্য সারা মা অমৃতার সঙ্গে ফোটোশ্যুট করেন। এরপর মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন। মডেলিং এর সাথে সাথে বলিউডে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে সারা আলি খান অভিষেক করেন। এরপর ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’,’কুলি নং ওয়ান’ সিনেমা দিয়ে অভিষেক করেন অভিনেত্রী। এই অভিনেত্রী নিজের ফ্যাশনে এখন থেকে মাত করে রেখেছেন বলিউড তাই তো অনেকে ফ্যাশানিস্তাও বলে থাকেন।
‘কেদারনাথ’ দিয়ে তাঁর কেরিয়ার শুরু। প্রথম নায়ক সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁর অনস্ক্রিন থেকে অফস্ক্রিন সম্পর্কে নাম লেখান অভিনেত্রী। এদের রোমান্সের গুঞ্জনেও সরগরম ছিল ইন্ডাস্ট্রি। এরপর ছবি মুক্তির পর এদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এরপর ‘লাভ আজ কাল’ সিনেমায় কার্তিক আরিয়ানের সাথে সারা আলি খানের প্রেমের গুঞ্জন শুরু হয়। সিনেমার শেষে এদের সম্পর্ক আর স্থায়ী হয়নি। বর্তমানে অভিনেত্রী অক্ষয় কুমারের সাথে জুটি বেঁধে নতুন ‘আটরঙ্গী রে’ ছবিতে কাজ করছেন।
সারা আলি খান যতই স্টারকিড হোক কিন্তু নিজের দুষ্টু মিষ্টি ব্যবহারের জন্য বেশ খ্যাত। সারা স্কুল জীবনে বেশ দুষ্টু ছিলেন। আর সেই দুষ্টুমির একটি অভিজ্ঞতা অভিনেত্রী শেয়ার করলেন একটি সংবাদমাধ্যমে। কি বললেন অভিনেত্রী, একনজরে জানা যাক। ছোটবেলায় সারা স্কুলে এতটা দুষ্টুমি করেছিলেন যার জন্য নাকি স্কুলের প্রিন্সিপাল সাসপেন্ড করে দিচ্ছিলেন। আসলে সারা স্কুলে ক্লাসের ফাঁকে ক্লাসরুমের সিলিং ফ্যানের উপর একটি আঠার কৌটো রেখে দিয়েছিলেন। তারপরই যখন ফ্যান ঘুরতে শুরু হয় সেই কৌটো ফ্যানের চলাতে সব আঠা পড়ে যায় ক্লাসের পড়ুয়াদের উপর। এই ঘটনার পর খুব বকুনি খান অভিনেত্রী প্রিন্সিপালের কাছে। সাসপেন্ড করার কথা উঠলে তখন অভিনেত্রী প্রিন্সিপালের কাছে ক্ষমা চান। কথামতো স্কুলে আর কোনো দুষ্টুমি করেননি অভিনেত্রী। এরপর নিজের পড়াশোনাতে মন দিয়েছিলেন অভিনেত্রী।