Hoop Life

শেভিং-এর পর হাতে পায়ে চুলকানি ও অ্যালার্জি এড়াতে ছয়টি ঘরোয়া টিপস

হাত, পায়ের অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা অনেক সময় শেভিং করে থাকি। কিন্তু শেভিং পরে অনেক সময় অসুবিধা হয়। হাতে পায়ে র‍্যাশ বেরিয়ে যায়, লাল হয়ে যায়। অনেকেই শেভিংয়ের সঠিক নিয়ম জানেনা। শেভিং কি করে করবেন এবং শেভিং পরবর্তী কি কি নিয়ম মেনে চলবেন জেনে নিন তার কতগুলি টিপস।

প্রথমত, একটি ভালো রেজার বাছতে হবে। বাজারচলতি অনেক ধরনের রেজার কিনতে পাওয়া যায়। আপনার ত্বকের জন্য কোনটি প্রযোজ্য তা দেখে ভালো করে এটি রেজার কিনতে হবে। সেদিন করার পরে রেজার ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখতে হবে।

দ্বিতীয়তঃ, শেভিং করার আগে আপনার হাত-পা সমস্ত জায়গা ভালো করে গরম জলে ধুয়ে নিতে হবে।

তৃতীয়তঃ, কখনোই শুধু রেজার দিয়ে শেভিং করা উচিত না। এর জন্য প্রয়োজন শেভিং ক্রিম অথবা সাবান অথবা বডি ওয়াশ।

চতুর্থত, সবসময়ের লোমের গ্রোথের বিপরীত দিকে শেভিং করতে হয়।

পঞ্চমত, শেভিং করার পরে অবশ্যই আপনার হাত-পা এবং শরীরের যে জায়গায় শেভিং করেছেন সেই অংশগুলি ভালো করে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

ষষ্ঠতঃ, শেভিং করার পরবর্তীকালে জল দিয়ে ধোওয়ার পরে কোন ভাল ময়েশ্চারাইজার অথবা এলোভেরা জেল দিয়ে জায়গাটি ভালো করে লাগিয়ে নেবেন এতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হয়।

Related Articles