Hoop Life

বাড়ির পরিবেশ সুন্দর রাখতে ঘরের টবে বসান স্পাইডার প্ল্যান্ট

ঘরের পরিবেশ ভালো রাখতে ঘরকে অক্সিজেনের সরবরাহ দিতে বাড়িতে সহজেই চাষ করতে পারেন স্পাইডার প্ল্যান্ট।

প্রথমেই এই গাছের জন্য মাটি প্রস্তুত করতে হবে। যদি ঘরের মধ্যে এই গাছ ঝুলিয়ে রাখতে চান তাহলে টবের মাটিকে হালকা হতে হবে। ছোট হ্যাঙ্গিং পট এর মধ্যে একভাগ কোকোপিট, একভাগ বাগানের মাটি, একভাগ নদীর বালি মাটি, এক ভাগ ভার্মিকম্পোস্ট ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করতে হবে।

এই গাছ জল ভালবাসে তবে মাটি খুব কাদা কাদা যেন না থাকে। অতিরিক্ত রোদে এই গাছ রাখা যাবেনা। তাই ঘরের ভেতরে রাখাই শ্রেয়।‌ এই গাছের জন্য রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। এগাছ জৈব সার পছন্দ করে। যদিও মাটি প্রস্তুত করার সময় ভার্মিকম্পোস্ট দেওয়া হয়েছে। তাও দশ দিন অন্তর অন্তর মাটি সামান্য খুঁচিয়ে গোবর সার ও সরষের খোল পচা সার দিয়ে দিতে হবে।

এই নিয়ম মেনে চললে খুব সুন্দর ভাবে স্পাইডার প্ল্যান্ট আপনার ঘরের মধ্যে শোভা বৃদ্ধি করবে। প্রত্যেকের ঘরে এই গাছ থাকা উচিত। কারণ এই গাছ বাতাস পরিশুদ্ধ করতে সাহায্য করে। এমনকি যারা নিদ্রাহীনতা রোগে ভুগছেন তারাও এই গাছ ব্যবহার করতে পারেন।

Related Articles