whatsapp channel

‘সবই টাকার খেল’, শ্রীতমা বৈদ্য বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

বাংলা টেলিভিশনে বরাবর নজর কাড়ে রিয়েলিটি শো। গান থেকে নাচ, সব ধরণের রিয়েলিটি শো এখন বেশ জনপ্রিয়তা লাভ করে। আর জি-বাংলার এমনই একটি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো হল 'ডান্স বাংলা…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বাংলা টেলিভিশনে বরাবর নজর কাড়ে রিয়েলিটি শো। গান থেকে নাচ, সব ধরণের রিয়েলিটি শো এখন বেশ জনপ্রিয়তা লাভ করে। আর জি-বাংলার এমনই একটি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। আবারো নতুন সিজন নিয়ে স্বমহিমায় ছোট পর্দায় হাজির হয়েছে এই রিয়েলিটি শো। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই শোয়ের যাত্রাপথ। এই সিজনে শুরুতে মোট ২৪ জন প্রতিযোগী ছিলেন, যাদের মধ্যে ১২ জন শিশু প্রতিযোগী ছিলেন। আর এবার ঘটল এক অঘটন।

ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে বাদ পড়লেন প্রতিযোগী শ্রীতমা বৈদ্য। পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন শহরের এই প্রতিযোগীকে এতদিন চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার বলে মনে করেছিলেন কমবেশি সকলেই। এমনকি তার নাচ মন জয় করেছিল নেটিজেনদেরও। ‘মেরি জান’ হোক বা ‘ডোলা রে ডোলা’ গানে তার নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। কিন্তু শনিবার রাতেই প্রতিযোগিতার মঞ্চ থেকে বিদায় নিলেন শ্রীতমা। এই খবর তিনি নিজেই জানান সামাজিক মাধ্যমে। লিখলেন আরো অনেক কথা।

সামাজিক মাধ্যমে এদিন শ্রীতমা বৈদ্য লেখেন, ‘আমার নাচ হয়তো বিচারকদের মন জয় করতে পারেনি। আজ ডান্স বাংলা ডান্সে আমার শেষ পর্ব দেখানো হবে, বলতে সত্যি খুব খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি। দুঃখ তো আছেই, কেন জানি না, হয়তো আমার নাচ বিচারকদের মন জয় করতে পারে নি কোনও ভাবে। তাই এই সিদ্ধান্ত।’ এছাড়াও সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ প্রত্যেক টা মানুষকে যারা আমার এই যাত্রাতে পাশে থেকেছেন, ভালোবেসেছেন, শিখিয়েছেন। হ্যাঁ, সর্বোপরি জি বাংলাকে কে অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। আপনারা যেমন আগে আমাকে ভালোবেসেছেন,বিচার করেছেন এই শেষ পর্বের নাচ, তাই আপনাদের জন্যই, দেখুন কেমন লাগলো জানাবেন আর বাকিটা আপনাদের ওপর। তবে এটাই শেষ নয়, আমার পরিচয় নাচ দিয়ে। আগামীর জন্য আমার পাশে থাকুন, আশীর্বাদ করুন। কথা আছে না ‘শেষ থেকেই শুরু।’

তবে এই নিয়ে মোটেই শান্ত নেই নেটিজেনরা। একজন তো এই মর্মে লেখেন, ‘কাদের দিয়ে এই শো-এর বিচার করাচ্ছেন, যাঁরা নিজেরা কোরিওগ্রাফারদের থেকে নাচ শেখে? যাদের নিজস্বতা বলে কিছুই নেই। অভিনেতা শ্রদ্ধা আছে, কিন্তু বিচারক? অবিলম্বে শ্রীতমাকে ফেরানো হোক।’ তবে এই প্রথম নয়, এর আগেও বিচারকদের বিচারে খুশি হননি নেটিজেনরা।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা