Hoop PlusTollywood

Subhashree Ganguly: জি বাংলার আবারও দুর্গা রূপে শুভশ্রী, শিব-মহিষাসুরের ভূমিকায় কারা

মহালয়া মানেই শরতের ভোরে টুপটাপ খসে পড়া শিউলি। আকাশে তুলোর মতো মেঘ, নতুন জামার গন্ধ পেরিয়ে পুজোর কয়েক মাস আগে থেকেই ব্যস্ততা শুরু হয় কলকাতার স্টুডিওপাড়ায়। বহু বছর আগে শুধুমাত্র দূরদর্শনে সম্প্রচারিত হত ‘মহিষাসুরমর্দিনী’। কিন্তু চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বর্তমানে। প্রায় প্রতিটি চ্যানেল ‘মহিষাসুরমর্দিনী’-র অনুষ্ঠানে অভিনবত্ব আনার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। গত বছর জি বাংলায় শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)-কে দেখা গিয়েছিল ‘মহিষাসুরমর্দিনী’ রূপে। চলতি বছর আবারও একই চ্যানেলে মা দুর্গার রূপে ফিরে আসছেন শুভশ্রী।

প্রথম দিকে ‘মিঠাই’ সৌমিতৃষাকে দুর্গা রূপে দেখা যাওয়ার গুজব রটলেও জি বাংলার তরফে শুভশ্রীকেই বেছে নেওয়া হয়েছে ‘মহিষাসুরমর্দিনী’ রূপে। শোনা যাচ্ছে, জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে মহাদেবের চরিত্রে দেখা যাবে রুবেল দাস (Rubel Das)-কে। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের মাধ্যমে দর্শকদের কাছে যথেষ্ট পরিচিত মুখ রুবেল। অভিনয়ের পাশাপাশি নাচে পারদর্শী হওয়ার কারণেই রুবেলকে দেখা যাবে মহাদেবের চরিত্রে। পার্বতীর ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। তবে অবাক কান্ড হল মহিষাসুরের ভূমিকায় অভিনয় করবেন একজন নৃত্যশিল্পী। অর্থাৎ নৃত্যরত মহিষাসুর দেখতে চলেছেন বাঙালি দর্শক।

অপরদিকে জি বাংলার প্রতিদ্বন্দ্বী স্টার জলসায় মহালয়ার অনুষ্ঠানে পার্বতীর ভূমিকায় সোনামণি সাহা (Sonamoni Saha)-র অভিনয় করার কথা শোনা যাচ্ছে। বিষ্ণুর চরিত্রে অভিনয় করতে পারেন দিব্যজ্যোতি (Dibyajyoti)।

অপরদিকে কালার্স বাংলার মহালয়ার অনুষ্ঠান ‘দেবী দশমহাবিদ্যা’-য় মা দুর্গার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অর্থাৎ মহালয়ার সকালেও চ্যানেলগুলি মাতবে টিআরপির খেলায়। তবে প্রকৃত টিআরপি বহু বছর আগেই পেয়ে গিয়েছেন একজন বাঙালি। তাই আজও বঙ্গজাতির মহালয়ার ভোরের আরেক নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Virendra krishna Bhadra)। তাঁর কন্ঠেই বরাবরের মতো হবে দেবীর আবাহন।

whatsapp logo