Bengali SerialHoop Plus

Serial: জুন আন্টির কালো ছায়া ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে!

শেষ হয়ে গিয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’। কিন্তু সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও শ্রীময়ীর পাশাপাশি চর্চিত হচ্ছেন রোহিত সেন ও জুন আন্টি। ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার (Indrani Halder), ‘রোহিত সেন’ টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও ‘জুন’ ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)-র কাছে এই উপলব্ধি দারুণ। কিন্তু এবার জুন আন্টিকে আবারও ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)।

এই মুহূর্তে স্বর্ণেন্দু পরিচালনা করছেন ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালটি। কিন্তু সিরিয়ালের ভিতর একটি শুটিং সিকোয়েন্সে তিনি অভিনয় করছেন। সেখানেও তাঁর চরিত্র ফিল্ম পরিচালকের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্বর্ণেন্দু ‘রিনি’ মিশমি দাস (Mishmee Das)-কে বলছেন, তিনি তাঁকে নিজের ফিল্মে খলনায়িকার চরিত্রে সিলেক্ট করবেন। কারণ রিনির চেহারা, আচরণ খলনায়িকার মতো। কিন্তু দর্শকদের একাংশ স্বর্ণেন্দুর থেকে এগিয়ে রয়েছেন। তাঁরা অনেক আগেই মিশমিকে ‘দ্বিতীয় জুন আন্টি’-র তকমা দিয়ে ফেলেছেন। তাঁদের মতে, মিশমি খল চরিত্রে বেশি গ্রহণযোগ্য।

‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে উর্মি ও টুকাইয়ের প্রেমের পথে মূল বাধা রিনি। রিনি একসময় টুকাইয়ের ছাত্রী হলেও মনে মনে তাকে ভালোবেসেছিল। কিন্তু টুকাইয়ের সঙ্গে উর্মির বিয়ে হয়ে যায়। রিনি তা মানতে না পেরে সবসময়ই উর্মিকে জব্দ করার চেষ্টা করে। জুনও শ্রীময়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ফলে দর্শকরা রিনির চরিত্রে দেখতে পাচ্ছেন জুনের ছায়া।

‘এই পথ যদি না শেষ হয়’ -এর পাশাপাশি সুশান্ত দাস (Sushanta Das) পরিচালিত হিন্দি সিরিয়াল ‘রিস্তো কা মাঞ্ঝা’-য় অভিনয় করছেন মিশমি। সেখানেও তিনি খল চরিত্র টিনার ভূমিকায়। ঊষসীর সঙ্গে নিজের তুলনা শুনে উচ্ছ্বসিত মিশমি জানিয়েছেন, ঊষসীর মতো বড় মাপের অভিনেত্রীর অভিনয়ের সামান্য ছায়াও যদি তাঁর অভিনয়ে দর্শকরা খুঁজে পান, তাহলে তিনি ধন্য। তবে রিনি জুন আন্টির মতো ক্ষতিকর নয় বলে জানালেন মিশমি। সে আবেগপ্রবণ হয়ে ভুল কাজ করে। কিন্তু টিনা নিজের চাহিদা পূরণ না হলে পৃথিবী ওলট-পালট করতে পারে। টিনা ও রিনি দুটো ভিন্ন চরিত্র। তবে মিশমির অভিযোগ, ইন্ডাস্ট্রিতে কেউ একটি ধারায় অভিনয় করলেই তাকে বারবার একই ধরনের চরিত্র দেওয়া হয়।

অপরদিকে ঊষসীর মতে, জুন আন্টির মুখ বাঁকানো ‘মিথ’ হয়ে গেছে। ‘শ্রীময়ী’ শেষ হওয়ার নরেও জুন আন্টিকে নিয়ে মিমের ছড়াছড়ি। খলনায়িকা বা খারাপ মানেই জুন। রাজনীতিবিদ অমিত শাহ (Amit Shah) বা ছোটপর্দার ‘রিনি’ সকলেই যেন ‘জুন আন্টি’। কিন্তু এগুলো শুনে কোথাও ভালো লাগা অনুভব করেন ঊষসী। তাঁর মনে হয়, এভাবেই সফল হয়ে উঠেছেন তিনি ওরফে জুন আন্টি।

Related Articles