Government Scholership: মাধ্যমিক পাশের পরেই অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা! স্কলারশিপে আবেদন করুন
আমাদের দেশের যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন, তাদের প্রতিদিন পেট চালানোটাই একটা দায় হয়ে যায়। সংসার চালিয়ে তারপর পড়াশোনা করা সত্যিই একটা স্বপ্ন। কবির ভাষায় বলতে গেলে বলতে হয়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একটু টাকা পেলেই তাদের মনে হয় কখন পেটটা ভরাবেন, তারপরে পড়াশুনা তো তাদের কাছে বিলাসিতা। তবে এবার আর, পড়াশোনার ক্ষেত্রে কোন রকম অসুবিধা হবে না মেধাবী নিম্নবিত্ত ছাত্র-ছাত্রীদের একাধিক স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে।
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ২রা মে, অনেক ছাত্রছাত্রী ভালো নম্বর পেয়েছেন, কিন্তু তাদের পারিবারিক পরিস্থিতির জন্য অনেকেই উচ্চ শিক্ষা পর্যন্ত এগোতে পারেন না। এই সমস্ত মেধাবির ছাত্র-ছাত্রীদের আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না। পশ্চিমবঙ্গ সরকার চালু করে দিয়েছে তাদের জন্য নানান রকম সরকারি স্কলারশিপ।
কি কি সরকারি স্কলারশিপ আছে?
১) নবান্ন স্কলারশিপ
- এই স্কলারশিপ শুধুমাত্র নবান্ন স্কলারশিপ নয়, উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত।
- প্রতি বছরের স্কলারশিপ এর জন্য ছাত্র-ছাত্রীদের একাউন্টে প্রায় ১০ হাজার টাকা ঢোকে।
- ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ৬৫ শতাংশ নম্বর পেয়েছে, তারাই একাদশ শ্রেণীতে উঠে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- পরিবারের বাৎসরিক আয় ৬০ হাজার টাকারও কম হতে হবে।
- এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হল www.cmrf.wb.gov.in
২)ঐক্যশ্রী স্কলারশিপ
- রাজ্য সরকারের আরো একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল ঐক্যশ্রী স্কলারশিপ।
- পারিবারিক আয় বছরে ২ লক্ষ টাকারও কম হতে হবে।
- মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
- বছরে ১১০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
- এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হল wbmdfcscholarship.org।
৩) স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ
- স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ পশ্চিমবঙ্গের সকল ছাত্র-ছাত্রীদের জন্য।
- এই স্কলারশিপ এর আরেক নাম বিকাশ ভবন স্কলারশিপ।
- যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিকের ৬০ শতাংশ, আর তার বেশি পেয়েছে তারাই এই স্কলারশিপ পাবে।
- প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে এই স্কলারশিপে।
- এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হল svmcm.wbhed.gov.in