whatsapp channel

Flop Cars Of Maruti: ঢালাও প্রচার করেও এখনো বিক্রি হচ্ছেনা, মারুতির এই গাড়িগুলি নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা

ভারতের মতো উন্নয়নশীল দেশে আজকাল চার-চাকা গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে নাগরিকদের মধ্যে। কয়েকদশক আগে পর্যন্ত নিজস্ব গাড়ি কেনা ছিল বিলাসিতার একটি বিষয়। কেবলমাত্র উচ্চবিত্ত মানুষজনই নিজস্ব গাড়ি কিনে তাতে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারতের মতো উন্নয়নশীল দেশে আজকাল চার-চাকা গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে নাগরিকদের মধ্যে। কয়েকদশক আগে পর্যন্ত নিজস্ব গাড়ি কেনা ছিল বিলাসিতার একটি বিষয়। কেবলমাত্র উচ্চবিত্ত মানুষজনই নিজস্ব গাড়ি কিনে তাতে যাতায়াত করতেন। কিন্তু বর্তমানে এই গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে সাধারণ মধ্যবিত্তদের মধ্যেও। তাই এখন তুলনামূলক কম দামে ভালো ফিচার্স সমৃদ্ধ গাড়ি লঞ্চের দিকে তাকিয়ে থাকে কমবেশি সকলেই।

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে Maruti Suzuki ব্র্যান্ড। হ্যাচব্যাক থেকে শুরু করে সেডান, এমনকি SUV বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। এই কোম্পানির বেশ কিছু গাড়ি বেস্টসেলার হলেও বেশ কিছু গাড়ি কিন্তু এক্কেবারে ফ্লপ হয়েছে বাজারে। একনজরে দেখে নিন এমন তিনটি গাড়ি।

■ Maruti Suzuki Celerio: কোম্পানির ফ্লপ মডেলগুলির মধ্যে অন্যতম হল এই গাড়িটি। কোম্পানির শোরুমের পরিসংখ্যান বলছে, গাড়িটি জুন মাসে মাত্র ৩,৫৯৯ ইউনিট বিক্রি হয়েছে। এই দাম ৫.৩৭ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৭.১৪ লক্ষ টাকা পর্যন্ত হয়৷

■ Maruti Suzuki Ciaz: কোম্পানির প্রিমিয়াম সেগমেন্টের সেডান গাড়ির মধ্যে অন্যতম হল এই গাড়িটি। কিন্তু এই গাড়িটিও ফ্লপ মডেলগুলির মধ্যে অন্যতম। অনেকে তো আবার এটিকে মারুতির সবথেকে ফ্লপ মডেল বলেও দাবি করেন। কারণ পরিসংখ্যান অনুযায়ী, এই গাড়িটি গত জুন মাসে মাত্র ১,৭৪৪ ইউনিট বিক্রি হয়েছে৷ এই গাড়িটির এর দাম ৯.৩০ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং ১২.৪৫ লক্ষ টাকা পর্যন্ত হয়৷

■ Maruti Suzuki S-Presso: কোম্পানির এই মডেলটি চরমভাবে বিজ্ঞাপনে দেখা গেলেও আদতে বিক্রির দিক থেকে গাড়িটি ফ্লপ বলেই গণ্য করা হয়। কারণ গত মাসে এই গাড়িটি খুব কম পরিমানে বিক্রি হয়েছে। দেশের শোরুমের তথ্য বলছে এই মডেলটি ২,৭৩১ ইউনিট বিক্রি হয়েছে। এই গাড়ির দাম ৪.২৬ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৬.১২ লক্ষ টাকা পর্যন্ত হয়৷

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা