Lifestyle: যে ৫টি জায়গায় তুলসী গাছ রাখলে সংসারে নেমে আসবে অমঙ্গলের ছায়া
এই ভাবে যদি তুলসী গাছ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন আপনি আপনার বাড়িতে মা তুলসীকে কিভাবে রোপন করবেন।
১) বাস্তু মতে, শিবের পাশে কখনো মাতা তুলসীকে রাখতে নেই, তাহলে নেমে আসতে পারে মহাবিপদ।
২) বাস্তু মতে কাঁটা গাছের পাশে কখনো মাতা তুলসীকে রাখতে নেই, তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসবে ঘোরতর বিপদ।
৩) বাস্তু মতে, মা তুলসী পাশে কখনো জুতো লাগবে না, আমরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করি না, কিন্তু এটি যেন কখনো না হয় তাহলে কিন্তু মা তুলসী সাংঘাতিকভাবে আপনার ওপর রুষ্ট হবেন, যার ফলস্বরুপ আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠবে।
৪) ছাদে কখনো তুলসী গাছ রোপন করা উচিত না আপনি যদি ছাদে তুলসী গাছ রোপণ করেন, তাহলেও কিন্তু না জীবনে অনেক খানি বাধা সৃষ্টি হবে।
৫) ঘরের অন্ধকার অংশে কখনো তুলসী গাছ রাখা উচিত না যেখানে দেখবেন আলো-বাতাস ভালো করে খেলছে সেখানেই একমাত্র তুলসী গাছ রোপন করবেন।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।