এবারের মহালয়ায় কোন চ্যানেলে কে দুর্গা, রইল খুঁটিনাটি
করোনা আবহে ফিকে পড়ে গেছে আগমনীর গন্ধ। সপ্তাহখানেক বাদেই মহালয়া। বাঙালির শ্বাশ্বত ভক্তি ও আবেগ মিশে এক হয়ে যায় এই দিনে। ঘরবন্দী মানুষকে সেরা মহালয়া অনুষ্ঠানের আনন্দ দিতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে চ্যানেলগুলি। সম্প্রতি স্টার জলসা মিমি চক্রবর্তীর লুকে মা দুর্গার টিজার প্রকাশ করে নজর কেড়েছে। তাদের মহালয়ার আবহ রামায়ণের অকালবোধন।
পিছিয়ে নেই জি বাংলাও। এবার জি বাংলার আকর্ষণ মায়ের সপ্তসতী রূপ। নেতাজীখ্যাত অভিষেক বসু থাকছেন শিবের ভূমিকায়। পার্বতীর ভূমিকায় দেখা যাবে রাণী রাসমণিকে, অর্থাৎ দিতিপ্রিয়া রায়কে। মায়ের মহিষাসুরমর্দিনী রূপে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য। ভ্রামরী রূপে স্বস্তিকা দত্ত। মায়ের অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছেন– ঊষসী রায়, সম্প্রীতি পোদ্দার, তিয়াসা রায়, দেবাদৃতা বসু, সুদীপ্তা রায়।
অন্যদিকে কালার্স বাংলা করোনা পরিস্থিতির জন্য নতুন শ্যুট করে নি। তারা গত বছরের মহালয়ারই পুনর্সম্প্রচার করা স্থির করেছে। এখানে মা দুর্গার ভূমিকায় অভিনেত্রী শ্রাবন্তী ও কন্যারূপী দুর্গা হিসেবে পায়েল দে কে দেখা গিয়েছিল।