Hoop Tech

এই কাজ না করলেই কেনা যাবেনা নতুন সিম কার্ড, ১ লা জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে নিয়ম

আজকাল ডিজিটাল যুগে মোবাইলের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে স্মার্টফোনে একাধিক কাজ করা সম্ভব হলেও মোবাইল মূলত ফোন করার জন্যই আবিষ্কৃত হয়। আজো অনেকের কাছে মোবাইলের একমাত্র প্রয়োজন পড়ে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্যই। তবে এই মোবাইল অনেকাংশে বদলে দিয়েছে আমাদের জীবনধারাকে। মোবাইলের মাধ্যমেই পৃথিবী এসেছে আমাদের হাতের মুঠোয়। আর এবার এই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একটি নিয়ম বদলে যাচ্ছে আগামী ১ লা জানুয়ারি, ২০২৪ থেকে। এই নিয়ম না মানলেই এবার থেকে পড়তে হবে মহা সমস্যায়।

মোবাইলের মাধ্যমে কাউকে ফোন করতে গেলেই দরকার হয় সিম কার্ডের। সিম কার্ডের মাধ্যমেই বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্কিংয়ের সুবিধা পাওয়া যায়। বর্তমানে ভারতে মূলত Jio, Airtel এবং VI- এই তিনটি কোম্পানিই উপলব্ধ রয়েছে। এর মধ্যে এক বা একাধিক প্রোভাইডারের সঙ্গে সংযুক্ত হতে কিনতে হয় সিম কার্ড। বিভিন্ন মোবাইল দোকানে গিয়ে বৈধ ডকুমেন্ট দিলে অনায়াসে সিম কার্ড কেনা যায় এখন। তবে এবার থেকে টেলিকম বিভাগ সিম কার্ড কেনাবেচার জন্য একটি নতুন নিয়ম চালু করেছে। যার মধ্যে একটি নিয়ম ক্রেতাদের জন্য, অন্যটি হল বিক্রেতাদের জন্য।

উল্লেখ্য, বর্তমানে যেভাবে স্প্যাম কল ও স্ক্যাম কলের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার জালে ফাঁসানো হচ্ছে, তাতে করে এই বিয়টিকে নিয়ে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, এখন থেকে সিম কার্ড বিক্রেতাদের ক্ষেত্রেও KYC করানো বাধ্যতামূলক। প্রত্যেকটি রিটেলার, হোলসেলার এবং খুচরো সিম কার্ড বিক্রেতাদের জন্য এই নিয়ম জারি হয়েছে। আর কেউ এই নিয়ম না মেনে চললে তার ১০ লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও কাশ্মীর ও অসমের বিক্রেতাদের চুক্তি ও পুলিশ ভেরিফিকেশন করানো বাধ্যতামূলক করা হয়েছে।

এর পাশাপাশি, ক্রেতাদের জন্যও সিম কার্ড কেনার ক্ষেত্রে বদলে দেওয়া হচ্ছে একটি নিয়ম। নতুন এই নির্দেশনামা অনুযায়ী এবার থেকে শুধুমাত্র নতুন সিম কেনার ক্ষেত্রে নয়, এবার থেকে সিম হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেই সিম রিপ্লেসমেন্ট করতে হলেও উপভোক্তাদের ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ নতুন সিম কার্ড কিনলে এখন যেমনভাবে ভেরিফিকেশন করতে হয়, এবার থেকে সিম রিপ্লেসমেন্ট করলেও সেটি করতে হবে। এই নতুন নিয়ম আগামী ১ লা জানুয়ারি, ২০২৪ থেকে লাগু হবে বলেও জানা গেছে।

Related Articles