BollywoodHoop Plus

Urfi Javed: বুকের উপর এক টুকরো কাপড়, নাভি দেখিয়েই পুরুষদের পাগল করলেন উরফি জাভেদ

উরফি জাভেদ মানেই নানা বিতর্ক। নানান রকম পোশাক পরে তিনি বারবারই তার দর্শকের সামনে আবির্ভাব হন তবে এবারে এক অন্যভাবে চমকে দিলেন তিনি। কিছুদিন আগে ব্লাউজ ছাড়াই গায়ের উপরে শুধু একটা নীল রঙের ওড়না জড়ালেন। তার এমন উদ্ভট ফ্যাশন দেখে প্রত্যেকেই কিন্তু অবাক হয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় একজন মডেল তার অসাধারণ লুক দেখে মাঝে মধ্যেই কিন্তু দর্শকরা প্রায় ফিদা হয়ে যায়।

এইতো বেশ কয়েকদিন আগে উরফির পোশাক দেখে সকলের রীতি মতন চমকে গিয়েছিলেন। গায়ে মনে হচ্ছে, যেন গোবর ল্যাপা আছে, কিন্তু এইভাবেই তিনি অসাধারণ লুক নিয়ে মাঝে মধ্যেই চলে আসেন তার অনুরাগীদের সামনে। তবে একইভাবে তিনি যেমন সকলের নজর কারেন্ট ঠিক তেমনি তিনি সমালোচনার মধ্যমনীয় হয়ে যান। আবে কোন কথাতেই তিনি খুব একটা পাত্তা দেন না সম্পত্তি তাকে গাছের ছাল দিয়ে পোশাক বানাতেও দেখা গেছে, যা নিয়ে কিন্তু ভক্তরা নানান রকম প্রশ্ন তুলেছেন।

ছোটবেলা থেকে নানান লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি তাই বোধ হয় তার মনে এমন একটা জেদ জন্মে গেছে। তাইতো তিনি অভিনয় ছেড়ে ফ্যাশনকেই হাতিয়ার করেছেন। তৈরি করেছেন নিজস্ব একটা ফ্যাশনের দুনিয়া। আপাতত সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় হয়ে উঠেছেন উরফি। প্রায়শই নিজের instagram হ্যান্ডেল থেকেই নানা রকম পোশাক পরে, বা কম পোশাক পরে তার অনুরাগীদের সামনে ধরা দেন। এমন অসাধারণ স্টাইলের পোশাক দেখে অনুরাগীরা কিন্তু অনেক সময় প্রশংসাও করেন অনেক সময় আবার নিন্দার ঝড় তোলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অস্থির একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে উঠে আবারো স্বল্প পোশাকে ধরা দিয়েছেন, তার বুকের উপরে এক টুকরো কাপড় আর নিচে পরেছেন একটি জিন্স, তবে তা নাভি কিন্তু বেশ খানিকটা দেখা যাচ্ছে। ছিপছিপে শরীরে তিনি পুরুষ মহলে যথেষ্ট সমালোচিত একজন মহিলা উরফি। তবে আর দেরি না করে চটপট দেখে ফেলুন উরফি জাভেদকে –

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক