Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/09/সূর্যাস্ত-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/09/সূর্যাস্ত-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/09/সূর্যাস্ত-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592
Hoop Life

Vastu Tips: সূর্যাস্তের পর ভুলেও করবেন না এই পাঁচটি কাজ, সুখের সংসারে নেমে আসবে অমঙ্গলের ছায়া

আমরা অনেক সময় বুঝতে পারিনা সন্ধ্যার পরে এমন এমন কিছু কাজ করি যার জন্য কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই বাস্তুমতে, আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।

১) সন্ধ্যার পর তুলসী গাছে হাত দেবেন না- অনেকেই আমরা ভাবি যে, তুলসীপাতা যেহেতু খুব শুদ্ধ তাই আমরা শুদ্ধ কাপড়ে বোধ হয় তুলসী গাছে হাত দিতে পারি, কিন্তু আপনি কি জানেন? তুলসী তলায় সন্ধ্যেবেলা প্রদীপ দেওয়া ছাড়া আর কোন কাজ করা উচিত নয়, তুলসী প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন।

২) সন্ধ্যাবেলা চৌকাঠে বসতে নেই – সন্ধেবেলা কখনো চৌকাঠে বসতে নেই, অনেক প্রাচীনকাল থেকেই মা ঠাকুমারা আমাদের বলতেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

৩) সন্ধ্যেবেলায় কাউকে কিছু দান করবেন না – দান মহৎ কাজ। কিন্তু আপনি কি জানেন সন্ধ্যাবেলা কাউকে কিছু দান করতে নেই, যেমন চাল, ডাল, তেল, নুন ইত্যাদি জিনিস কখনো কাউকে সন্ধ্যাবেলায় দিতে নেই। পরেরদিন সকালবেলায় তার হাতে তুলে দেন।

৪) সন্ধ্যাবেলা কখনো ঘুমাবেন না – সন্ধ্যাবেলা কখনো ঘুমাবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্ষুব্ধ হন।

৫) সন্ধ্যাবেলা কখনও অপরিষ্কার হয়ে থাকবেন না – সন্ধ্যা হওয়ার আগে নিজেকে পরিষ্কার করে ফেলুন, এছাড়া জামা কাপড় সুন্দর করে কেচে পরিষ্কার করে নিন।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Related Articles